চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা ॥ আগামী ৮ জানুয়ারী সোমবার হবিগঞ্জ জেলা অটোরিক্সা (সিএনজি) অটোটেম্পু শ্রমিক ইউনিয়ন (গভঃ রেজিঃ নং- চট্র-১৯৭৯) এর অভিভূক্ত চুনারুঘাট উপজেলা আঞ্চলিক শাখার ত্রি-বার্ষিক শ্রমিক প্রতিনিধি নির্বাচন।
এ নির্বাচনকে ঘিরে চুনারুঘাট অটোরিক্সা শ্রমিকদের মধ্যে সাজ সাজ রব অবস্থা বিরাজ করছে। ক্রিকেট ব্যাট, ঘোড়া, হাতি, বাঘ, তালা সহ বিভিন্ন প্রতিকে পার্থীরা ভোট প্রার্থনা করছেন। উপজেলার ছোট বড় সকল হাট বাজারে পোষ্টারে ছেয়ে গেছে। চা-স্টল, হোটেল রেস্তোরায় জমছে আড্ডা।
অটোরিক্সা জেলা সাধারণ সম্পাদক মাজিদুল ইসলাম শিপু প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। সেলিম চৌধুরী , মিজানুর রহমান সেলিম, সাইফুল আলম রুবেল, এইচ এম সেলিম নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে রয়েছেন।
২৫/২৬ ডিসেম্বর ছিল মনোনয়ন পত্র বাচাই ও ২৯ ডিসেম্বর উত্তোলনের তারিখ। সভাপতি পদে আব্দুল কাদির সরকারের সাথে কোন প্রতিদ্বন্দিতা না থাকায় প্রধান নির্বাচন কমিশনার মাজিদুল ইসলাম আব্দুল কাদির সরকারকে বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি নির্বাচিত ঘোষনা করেন। সাধারণ সম্পাদক পদে আবু তাহের, মোঃ সাজিদ মিয়া, আঃ হাই ও আব্দুল কাইয়ূম যুগ্ম স্মপাদক আব্দুস সালাম ও মলয় দেব, সাংগঠনিক সম্পাদক আমির উদ্দিন, জুয়েল মিয়া, জমরূত মিয়া, ইউনুছ আলী ও ছায়েব আলী, সহ সাংগঠনিক সুমন ও ফরিদ মিয়া, অর্থ সম্পাদক আইয়ূব আলী, মিহির পাল ও মন্নান মনোনয়ন ক্রয় করেন।
যাচাই বাচাইয়ের পর ২৯ ডিসেম্বর ঈমান আলী সভাপতি পদে মনোনয়ন প্রত্যাহার করে নিলে আব্দুল কাদির সরকারকে বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি ঘোষনা করা হয়। এছাড়া প্রিসাইডিং অফিসার হিসেবে চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি কামরুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল হোসেন লিটন, সাবেক কাউন্সিলর আব্দুল জলিল, রিপোটারর্স ইউনিটির সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ দ্বায়িত্ব পালন করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj