ডেস্ক : খুবই গুরুত্বপূর্ণ ভাবে কাজ করে এটা,বংশগতিতে (ডিএনএ) ওয়াই ক্রোমোজোম । ওয়াই ক্রোমোজোমের উপস্থিতির কারণেই একজন পুরুষ পুরুষ বলে গড়ে ওঠে। ক্রোমোজোমের কাজ হলো বাবা-মার কাছ থেকে জিন বহন করে নিয়ে গিয়ে সন্তান সন্ততিতে রুপ দেয়া।
মানুষের চোখের রং, চুলের প্রকৃতি, চামড়ার গঠন ইত্যাদি বৈশিষ্ট্য ক্রোমোজোম কর্তৃক নির্ধারিত হয়ে বংশগতির ধারা অক্ষুণ রাখা। এ কারণে ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়ে থাকে।
ফিনল্যান্ডের গবেষকেদের দেখিয়েছেন, যেসব পুরুষের রক্তকোষ থেকে ওয়াই ক্রোমোজোম হারিয়ে যায়। তাঁদের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। ঠিক কী কারণে এমন টা ঘটে, সে প্রশ্নের উত্তর এখনো বের করতে পারেননি তাঁরা।
গবেষণাসংক্রান্ত এ নিবন্ধ প্রকাশিত হয়েছে সায়েন্স সাময়িকীতে।
গবেষকেরা জানিয়েছেন, ছয় হাজারের বেশি পুরুষের রক্তের নমুনা পরীক্ষা করে দেখে তাঁরা এ সিদ্ধান্তে পৌছছেন। এ ছাড়াও জীবনযাপনের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়, বয়স, রক্তচাপ, ডায়াবেটিস কিংবা মদ্যপানের অভ্যাসের বিষয়গুলো বিবেচনায় নিয়ে তাঁরা গবেষণা করেছেন।
গবেষকেরা বলছেন, পুরুষ যত বেশি ধূমপান করেন, ততই তাঁদের রক্তকোষ থেকে ওয়াই ক্রোমোজোম হারিয়ে যেতে থাকে। কিন্তু যাঁরা ধূমপান করতে করতে ধূমপান ছেড়ে দেন, তাঁদের ক্ষেত্রে আবার ওয়াই ক্রোমোজোম ফিরে আসে।
লার্স ফর্সবার্গের যিনি সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের গবেষক, তার নেতৃত্বে এই গবেষণা পরিচালিত হয়েছে। এক বিবৃতিতে তিনি বলেছেন, আমাদের এই আবিষ্কার ধূমপান ছেড়ে দেওয়ার ক্ষেত্রে উৎসাহ জোগাবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj