স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান বলেছেন, আগামী একাদশ নির্বাচনে নেত্রী যাকে মনোনয়ন দিবেন তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে আওয়ামী লীগের প্রার্থীকে নির্বাচিত করতে হবে। সুসংগঠিত যুবলীগ আওয়ামী লীগের ভ্যানগার্ড হিসাবে কাজ করে আসছে।
শনিবার রাতে দেওপাড়া কলেজ মাঠে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়ন যুবলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি মজিদ খান আরো বলেন, নৌকার বিজয় সুনিশ্চিত করতে যুবলীগ নেতৃবৃন্দকে ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে হবে। দলীয় বিরোধ সৃষ্টি না করে জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্তা রেখে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলেই বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। এ সময় তিনি আগামী নির্বাচনে হবিগঞ্জের ৪টি আসন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেয়ার স্বার্থে যুবলীগের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ জমশেদ আলীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল রাহেলর পরিচালনায় আয়োজিত ইউনিয়ন যুবলীগের সম্মেলনের আলোচনা সভায়
বিশেষ বক্তা ছিলেন হবিগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা শাহ নেওয়াজ মিলাদ গাজী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মোঃ আবুল ফজল, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, জেলা পরিষদের সদস্য এডভোকেট সুলতান মাহমুদ, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদ, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাবের আহম্মেদ চৌধুরী, গজনাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজমান আলী, সাধারণ সম্পাদক হাজী মাহমুদ মিয়া, নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খায়রুল বশর চৌধুরী, লোকমান আহমদ খান, রাব্বী আহম্মেদ চৌধুরী, শাহ গুল আহম্মেদ কাজল, সাবেক নবীগঞ্জ উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি দুলাল চৌধুরী, যুবলীগ নেতা অনু আহম্মেদ, ১৩নং ইউনিয়ন যুবলীগের সভাপতি এখলাছ খান, ১০নং ইউনিয়ন যুবলীগের সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক লুকুদ আহম্মেদ প্রমুখ । দ্বিতীয় অধিবেশনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj