স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মাদ্রাসা শিক্ষার মান উন্নত করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। এছাড়া শিক্ষা ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনতে মাদ্রাসা শিক্ষায় আধুনিকায়নে ইতোমধ্যে ব্যাপক উদ্যোগ নেয়া হয়েছে।
রবিবার দুপুরে ১০ লাখ টাকা ব্যয়ে সদর উপজেলার রিচি গ্রামের রিচি মোহাম্মদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরো বলেন, বিএনপি-জামায়াত বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যহত করার জন্য দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করেছে। কিন্তু তারা সফল হতে পারেনি। তারা ধর্মীয় কর্মকান্ডের নামে মানুষ হত্যার রাজনীতি করে। অপরদিকে জননেত্রী শেখ হাসিনা সরকার গঠনের পর দেশে মসজিদ-মাদ্রাসার যে উন্নয়ন হয়েছে তা আর কোনো সরকার করেনি।
এ সরকারের আমলে সকল ধর্মের মানুষ একে অন্যের কাঁধে কাঁধ মিলিয়ে দৈনন্দিন কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। আর এই স্প্রাদায়িক সম্প্রীতি অটুট রাখার স্বার্থে আবারো নৌকাকে বিজয়ী করা প্রয়োজন। এ সময় উপস্থিত সুধীবৃন্দ তার বক্তব্যের সমর্থন করে আগামীতেও নৌকার বিজয় সুনিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সুধী সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ¦ সিরাজুল ইসলাম দুলাই, জেলা শ্রমিক লীগ সভাপতি আলহাজ¦ আরব আলী, রিচি গ্রাম পঞ্চায়েত সাধারণ সম্পাদক আব্দুর রহমান, মাদরাসা ম্যানেজিং কমিটির সদস্য বরকত আলী, রিচি সমাজকল্যাণ যুব সংঘের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ জিতু মিয়া ও মাদ্রাসার সুপার মুফতি তাহির উদ্দিন সিদ্দিকী।
মাদরাসার সহকারী শিক্ষক আসাদুজ্জামান নুরের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন টমটম সমিতির সভাপতি কাজল আহমেদ, ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি সাদেকুর রহমান, রিচি সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মান্নান, রিচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, কাজী আব্দুল মতিন, মোঃ নূর মিয়া খান, হাজী জজ মিয়া, আব্দুল কাইয়ুম, নাইমুল ইসলাম, স্বাধীন, জাহির মিয়া, রকিব, লাল মিয়া, আব্দুর রহিম, ইউসুফ আলী প্রমুখ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj