হবিগঞ্জ প্রতিনিধি : মাইক্রোবাস চালক বিশ্বজিৎ দাস বিষু হত্যাকান্ডের রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছে পিবিআই পুলিশ। আলোচিত এ হত্যাকান্ডের ঘটনায় মামলা দায়েরের পর সন্দেহভাজন হিসেবে বেশ কয়েক জনকে আটক করা হলেও ক্লু উদঘাটন করা সম্ভব হয়নি। পুলিশ ও ডিবি সি আইডি পুলিশের তদন্তে কোন অগ্রগতি না হওয়ায় পরর্তীতে মামলাটি পিবিআই হস্তান্তর করা হয়।
ঘটনার ১৬ মাস পর আলোচিত এ হত্যাকান্ডের সাথে সরাসরি সম্পৃক্ত ও মূল পরিকল্পনাকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে বলে হবিগঞ্জের পিবিআইর ইন্সেপেক্টর মোঃ হেলালুর রহমান।
নিহত বিষুর পিতার নাম মন্টু দাস। ক্ষুদ্র ব্যবসায়ী মন্টু দাসের বাড়ী হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রুপা পৈল গ্রামে হলেও বেশ কয়েক বছর ধরে ব্যবসার সুবাদে তিনি পরিবার নিয়ে সিলেটের বালাগঞ্জ বাজারস্থ নবীনগরে বসবাস করছেন। বিষু হত্যাকান্ডের ঘটনায় প্রথমে হবিগঞ্জের শায়েস্থাগঞ্জ থানা পুলিশ মামলা নিতে অপারগতা দেখিয়ে সিলেটের বালাগঞ্জ থানায় মামলা করার পরামর্শ দেয়া হয়। দুই থানার মধ্যে ঠেলাঠেলির পর অবশেষে ২০১৫ সালের ১২ এপ্রিল অজ্ঞাতনামাদের আসামী করে বিষুর পিতা বাদী হয়ে শায়েস্থাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-০২।
থানায় মামলা দায়েরের পর কোন অগ্রগতি না হওয়ায় তিন মাস পর অর্থাৎ ২৭ জুলাই মামলাটি হবিগঞ্জ ডিবিতে হস্তান্তর করা হয়। ২৫ অক্টোবর ডিবি পুলিশ নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকা থেকে বিষুর ব্যবহৃত ছিনতাই হওয়া মাইক্রোবাসটি (সিলেট-ছ ১১-০৭২১) পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন। নোহা গাড়ী উদ্ধার ব্যতিত ডিবি পুলিশের তদন্তে আর কোন অগ্রগতি না হওয়ায় ৮ মাস পর অধিকতর তদন্তের জন্য মামলাটি হবিগঞ্জের সিআইডিতে হস্তান্তর করা হয়। সিআইডি পুলিশ চলতি বছরের মার্চ মাস থেকে এ মামলার তদন্তভার গ্রহন করে বিষুর ব্যবহৃত মোবাইল ফোন সেটটির সুত্র ধরে হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারীকে গ্রেফতার করতে সক্ষম হন।
হবিগঞ্জের সিআইডি পুলিশের ইন্সপেক্টর আব্দুর রাজ্জাকের নেতৃত্বে অভিযান চালিয়ে ৪ আগষ্ট ময়মনসিংহের হালুয়াঘাট থানার পাকুড়িয়া এলাকা থেকে রাসেল (২৫) নামের এক যুবককে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া রাসেল হালুয়াঘাট থানার পাকুড়িয়া গ্রামের কায়েস মিয়ার ছেলে। ৫ আগষ্ট বিকাল ৩টায় হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিশাত সুলতানার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে রাসেল। জবাবন্দিতে সে বিশ্বজিৎ দাস বিষু (২৫) হত্যাকান্ডের লোমহর্ষক বর্ণনা দিয়েছে।
হবিগঞ্জের সিআইডি পুলিশের ইন্সপেক্টর ও মামলার তদন্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন-বিষুর ব্যবহৃত মোবাইল ফোনটি কেউ একজন ব্যবহার করছে এমনটি নিশ্চিত হওয়ার পর মোবাইল ট্যাকিং করে ঘাতক রাসলকে গ্রেফতার করা হয়। ঘাতক রাসেলের স্বীকারোক্তির বরাত দিয়ে সিআইডি পুলিশের ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক প্রতিবেদককে বলেন, ২০১৫ সালের ৫ এপ্রিল দিনের মধ্য ভাগে নিহত মাইক্রো চালক বিষু সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার থেকে ভাড়ায় দুজন যাত্রী নিয়ে ময়নসিংহের শম্ভুগঞ্জ এলাকায় যায়। রাত ১১ টার দিকে যাত্রী নিয়ে সেখানে পৌছে।
যাত্রীদের নামিয়ে ফেরার পথে শম্ভুগঞ্জ ব্রীজের নিকট ঘাতক রাসেল (সিআইডি পুলিশের হাতে আটক হওয়া) সহ ৬জন সিলেটে হযরত শাহজালাল (রঃ) এর মাজার জিয়ারতের কথা বলে মাইক্রোবাসটি ৪ হাজার টাকায় ভাড়া নেয়।
সিলেটে আসার পথে কিশোরগঞ্জ ও কটিয়াদি থানার মাঝামাঝি একটি নির্জন স্থানে প্রশ্রাব করার কথা বলে মাইক্রোবাসটি দাঁড় করায় রাসেল ও তার সহযোগিরা। গাড়ী থামানের পর ঘাতকরা কৌশলে বিষুকে গাড়ি থেকে নামিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে লিঙ্গ কেটে ফেলে। পরে বিষুর লাশটি গাড়ির সিটের পেছনে লুকিয়ে রেখে ঘাতকদের মধ্য থেকে এক জন গাড়ীটি চালিয়ে হবিগঞ্জের শায়েস্থাগঞ্জের দিকে আসে। রাত তিনটার দিকে মাইক্রোবাসটি ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের দেউন্দি এলাকায় পৌঁছে। তখন ঘাতকরা লাশটি নির্জন স্থানে ফেলে দিয়ে গাড়ীটি ঘুরিয়ে নিয়ে ময়মনসিংহের হালুয়াঘাট থানার পাকুড়িয়ায় চলে যায়। সেখানে গিয়ে পাকুড়িয়ায় ঘাতক রাসেলের এক সহযোগির শ্বশুড় বাড়িতে মাইক্রোবাসটি লুকিয়ে রাখে। আর বিষুর ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে নেয় ঘাতক রাসেল। মাইক্রোবাসটি পাকুড়িয়ায় ১৫ দিন রাখার পর ঢাকার এক ব্যক্তির নিকট বিক্রি করে দেয় ঘাতকরা।
এদিকে-৬ এপ্রিল ভোরে বিষুর মৃতদেহ অজ্ঞাত অবস্থায় উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় শায়েস্থাগঞ্জ থানার পুলিশ। ময়না তদন্ত শেষে অজ্ঞাত ও জাতি-বর্ণ পরিচয়হীন অবস্থায় লাশটি আংশিকভাবে সমাহিত করে রাখা হয়।
হবিগঞ্জের জেলা প্রশাসকের অনুমতি নিয়ে ৮ এপ্রিল বিষুর লাশ বালাগঞ্জে এনে অন্ত্যোষ্ট্রিক্রিয়া সম্পন্ন করা হয় হয়।
এদিকে ৬ এপ্রিল সন্ধার দিকে বালাগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার শায়েস্থাগঞ্জ থানা পুলিশের হাতে উদ্ধার অজ্ঞাত একটি যুবকের লাশের ছবি ফেসবুকে দেখতে পান। ঐ দিন রাতে বিষুর পিতাসহ অন্যন্যরা সেখানে গিয়ে ছবি দেখে লাশ শনাক্ত করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj