স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান এমপি বলেছেন, সরকারের মূল লক্ষ্য হচ্ছে মানব সম্পদ উন্নয়ন করা। আর মানব সম্পদ উন্নয়ন করতে হলে পড়াশোনার পাশাপাশি খেলাধূলা ও সংস্কৃতির দিকে সকলকে আগ্রহী হওয়া অতীব জরুরী। এ জন্য শিক্ষকদের পাশাপাশি শিশুর অভিভাবকদের সচেতন হতে হবে।
প্রতিটি শিশুর মাঝে সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে। এদের প্রতিভা বিকশিত করতে সকলকে সহযোগিতা করতে হবে তিনি আরও বলেন, আজ যে শিশুরা বিজয়ী হবে তারা উপজেলা পর্যায়ে অংশ নিয়ে বিজয়ী হয়ে তার জেলা পর্যায়ে খেলবে সেখানে বিজয়ী হয়ে, বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে । এ সুযোগ কাজে লাগিয়ে নিজের এবং উপজেলা ও জেলার সুনাম অর্জন করতে হবে।
শনিবার সকালে বানিয়াচং উপজেলার আতকুড়া মাঠে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আয়োজক কমিটির আহ্বায়ক আনোয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজমুল হকের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক নিতেন্দ্র দাসের পরিচালনায় আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অনুপ কুমার দেব মনা, ১০নং সুবিদপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, সহকারী শিক্ষা অফিসার হাসিবুল ইসলাম। আরও বক্তব্য রাখেন সুবিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আকবর খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল-ইসলাম, আনোয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুল মজিদ, আথুকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়ন যুবলীগের সভাপতি সামছুল হক আখঞ্জী, করচা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হুমায়ুন কবির তরফদার, প্রধান শিক্ষক শেখ আবদুল্লা, এমএ ওয়াহিদ, প্রিয়ব্রত দাস যুবলীগ নেতা বিধান কৃষ্ণ দাস প্রমুখ।
পরে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং লেখাপড়ার পাশাপাশি খেলাধূলায় মনযোগী হওয়ার জন্য পরামর্শ দেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj