চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌরসভার চন্দনা গ্রামের মৃত আব্দুল মন্নানের ২য় পুত্র মাইক্রোবাস চালক মিজানুর রহমান (৩৫) গত ০২ ফেব্র“য়ারী রোজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে সিরাজনগর দরবার শরীফ থেকে চুনারুঘাটে বাড়ি ফেরার পথে শ্রীমঙ্গল মহাসড়কে সৌদিয়া বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন চালক মিজানুর রহমান।
তার গাড়িতে থাকা আরও ০৯ জন গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত মিজানুর রহমানের রুহের মাগফেরাত ও আহতদের আরোগ্য লাভের উদ্দেশ্যে চুনারুঘাট মাইক্রোবাস সমিতির উদ্যোগে সোমবার বিকাল ৫টায় চুনারুঘাট পৌরশহরের দক্ষিণ বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে এক শোক সভা ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম রুবেল, হবিগঞ্জ জেলা মাইক্রোবাস সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ারিছ মিয়া ও সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুল মিয়া, চুনারুঘাট মাইক্রোবাস সমিতির সাধারণ সম্পাদক মনর উল্লা, চুনারুঘাট থানা মাইক্রোবাস সমিতির সমাজ কল্যাণ সম্পাদক জহুর আলী, মাইক্রোবাস স্ট্যান্ড কমিটির সাধারণ সম্পাদক লুৎফুর আলম, শায়েস্তাগঞ্জ মাইক্রোবাস সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেন, বাহুবল মাইক্রোবাস সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সায়েদ মিয়া, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ফারুক মিয়া সহ অসংখ্য লোকজন উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। সড়ক দূর্ঘটনায় নিহত মাইক্রোবাস চালক মিজানুর রহমানের পরিবারকে মৃত্যুদাবির টাকা আদায়ে হবিগঞ্জ জেলা সমিতির নেতৃবন্দ সহ উপস্থিত নেতৃবৃন্দগণ আশ্বস্ত করেন।
নিহত মাইক্রোবাস চালক মিজানুর রহমান ০১ স্ত্রী সহ ০১ ছেলে আরমান মিয়া বয়স ৩ বৎসর ও ০১ মেয়ে সুলতানা আক্তার বয়স ০৬ মাস রেখে গেছেন। তার এক ভাই জাহিদুর রশিদ রুমান উক্ত সড়ক দূর্ঘটনায় দু’পা ভেঙ্গে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মূমুর্ষ অবস্থায় ভর্তি আছে।
প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দরা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও নিহত মিজানুর রহমানের রুহের মাগফেরাত কামনা করেন। পরে নিহতের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj