বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে উপজেলা প্রশাসন আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি মেলা বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামি ২৫, ২৬ ও ২৭ ফেব্র“য়ারি ৩ দিনব্যাপি এ মেলা অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় বাহুবল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিনের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফ হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, সাধারণ সম্পাদক এম. শামছুদ্দিন, ছদরুল হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নোমান, সহকারি শিক্ষক শরিফুল ইসলাম, ডিএনআইর সহকারি শিক্ষক আবুল ফজল, মিল্টন বিশ্বাস, ফতেহপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ ছানাউল্লাহ প্রমুখ।
প্রস্তুতি সভায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলাকে সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন উপ-কমিটি করা হয়। এ মেলায় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা অংশগ্রহণ করবে।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন বলেন, ৩ দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সফল করার জন্য সকলের সর্বাত্মক প্রচেষ্টা একান্ত প্রয়োজন। তাছাড়া তিনি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের এ মেলায় অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকের পরামর্শ প্রদান করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj