স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, খালেদা জিয়ার বিরুদ্ধে এই রায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। হবিগঞ্জবাসী এই রায়ে আনন্দিত। হবিগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে থাকায় সাধারণ মানুষের জানমাল সুরক্ষা পেয়েছে। আবারো প্রমাণ হয়েছে হবিগঞ্জের মাটি, আওয়মাী লীগের ঘাটি।
সারাদিন হবিগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে দলের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নিয়ে রায় ঘোষণা হওয়ার পর একটি মিছিল শহর প্রদক্ষিণ করে রাতে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তৃতাকালে তিনি এ কথাগুলো বলেন।
তিনি বলেন, খালেদা জিয়ার দুর্নীতির মামলায় ৫ বছর সাজা হওয়াই প্রমাণ করে কেউ আইনের ঊর্ধ্বে নয়। জনগণ এখন বুঝতে পেরেছে এ দেশে দুর্নীতি করলে বিচার হয়। এই রায়ে প্রমাণ হলো, বাংলাদেশে বিএনপির আমলে অপরাধীদের যে স্বর্গ ছিল, তার অবসান হয়েছে।
তিনি বলেন, এ মামলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাগজপত্রে প্রমাণিত হয়েছে, সে জন্যই আজকের এই সাজা। বাংলাদেশে দুর্নীতির যে আখড়া ছিল সেখান থেকে পরিত্রাণ পেয়েছে জাতি।
এমপি আবু জাহির বলেন, এই রায়ের সাথে রাজনৈতিক প্রতিহিংসার কোন সম্পর্ক নেই। রায়ে আবারো প্রমাণিত হয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন এই বাংলাদেশে আর কেউ দুর্নীতি, হত্যা ও খুন করে পার পাবেন না। তবে দেশে যাতে কোনো নৈরাজ্য সৃষ্টি না হয় এবং মানুষের জানমালের কেউ ক্ষতি না করতে পারে তার জন্য সকল নেতাকর্মীকে সজাগ থাকতে হবে এবং বিবেদ ভুলে ঐক্যব্ধভাবে কাজ করতে হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj