শায়েস্তাগঞ্জ প্রতিনিধি: শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি এন্ড হাই স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান, মিলাদ মাহফিল ১০ই ফেব্রুয়ারী শনিবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
শায়েস্তাগঞ্জ শিক্ষা ও সমাজ কল্যাণ ট্রাস্টের সভাপতি মোঃখুর্শেদ আলীর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মোঃসফিক মিয়া ও মনিরা পারভীন এর যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুল হক।
শুভেচ্ছা বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ শিক্ষা ও সমাজ কল্যাণ ট্রাস্টের সহ-সভাপতি মাও: আব্দুস সহিদ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃছালেক মিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, মোঃআব্দুল মুকিত, শায়েস্তাগঞ্জ ইউ/পি চেয়ারম্যান মোঃবুলবুল খাঁন, শায়েস্তাগঞ্জ পৌরসভার কাউন্সিলর মোঃমাখন মিয়া, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন।
এছাড়া অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃআব্দুল কাদির আসাদ, মোছাঃ রোকেয়া আক্তার প্রমুখ।
পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ সাংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।এবং পিএসসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ৫ পাওয়ায় সকল ছাত্রছাত্রীদের কে ফুল দিয়ে সংবর্ধিত করেন।
দ্বিতীয় পর্বে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ পরিচালনা করে অত্র বিদ্যালয়ের সহ-কারি শিক্ষক মাওলানা লুৎফুর রহমান ও দোয়া পরিচালনা করেন মাওলানা রইসুল হাসান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj