সুতাং প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার সুতাং বাজারে ব্রিজের নিচে চলছে চোলাই মদের আসর, রয়েছে চোলাই মদের কারখানা । সুতাং বাজারে চোলাই মদ তৈরী এতটাই বেশি যে উঠতি বয়সের যুবক শ্রেণী বেশি মাত্রায় আসক্ত হচ্ছে।দিন দিন অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পাওয়ায় জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। প্রতিনিয়ত চলছে নানা অসামাজিক কার্যকলাপ।
একটি প্রভাবশালী চক্রের ছত্রছায়ায় বাজারটিকে জুয়া, মদ এবং দেহ ব্যবসা সবই চলছে দাপটের সাথে। মুখ খুলে কেউ প্রতিবাদও করতে পারছেন না। এলাকার যুবসমাজ মাদক এবং অসামাজিক কাজে জড়িয়ে পড়ায় এলাকাবাসী পড়েছেন বিপাকে।
অনুসন্ধানে জানা যায়, একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় কিছু লোক ভারত থেকে মদ-গাঁজা এনে বিক্রি এবং বিভিন্ন স্থানে পাচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাছাড়া চলছে অসামাজিক কার্যকলাপ। এসব ঘটনা নিয়ে ঘটছে সংঘর্ষ।
এলাকাবাসী জানান, এসব বিষয়ে আবেদন-নিবেদন করার পরও প্রশাসন থেকে কোনো সাড়া পাননি এলাকার লোকজন। ফলে এলাকার সচেতন লোকদের মধ্যে চরম অসন্তেুাষ বিরাজ করছে। সব মিলিয়ে বাজারটি এখন অসামাজিক কার্যকলাপের আড্ডাখানায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সচেতন নাগরিকবৃন্দ। তারা এলাকার সামাজিক পরিবেশ রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj