স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন বর্তমান সরকারের আমলে দেশের মানুষ শান্তিতে জীবিকা নির্বাহ করে আসছে। এরই ধারাবাহিকতায় আমি এমপি নির্বাচিত হওয়ার পর থেকেই হবিগঞ্জ-লাখাবাসীর নিরাপত্ত্বা নিশ্চিতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের পাশাপাশি জনগণের পাশে থেকেই প্রতিটি দিন অতিবাহিত করছি। দুয়েকটি গ্রামে বিশৃঙ্খলার সৃষ্টির মাধ্যমে এলাকার সুনাম যাতে নষ্ট না হয় সে ব্যাপারে প্রশাসনের পাশপাশি স্থানীয় জনপ্রতিনিধিদেরকেও সজাগ থাকতে হবে। গতকাল মঙ্গলবার দুপুরে লাখাই উপজেলা পরিষদ সভাকক্ষে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরো বলেন, সকল জায়গায়ই রাজনৈতিক মতপার্থক্য থাকে। সাধারণ জনগণের শান্তির কথা বিবেচনায় রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলেরই উচিত আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা। তিনি আরো বলেন, বাল্য বিয়ে একটি সামাজিক ব্যাধি। বাল্য বিয়ের কারণে একেটি মেয়ের জীবনে নেমে আসে অন্ধকার। তাছাড়া শেষ পর্যায়ে দাম্পত্য কলহ সৃষ্টিসহ একটি নারীর জীবন ধ্বংস হয়ে যায় এই বাল্য বিয়ের ফলে।
এমপি আবু জাহির বলেন, বাল্য বিয়ে রোধে প্রশাসনের পাশাপাশি ভূমিকা রাখতে পারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য এবং নারী সদস্যবৃন্দ ব্যাপক ভূমিকা রাখতে পারেন। এ সময় তিনি বাল্য বিয়ে এবং গ্রাম্য দাঙ্গা প্রতিরোধে প্রশাসনকে সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশ প্রদান করেন।
লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখেন উপজেলা নিবাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুুর রহমান, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলার রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুর্শেদ কামাল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজাউদ্দিন আহমেমদ দুলদুল, মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নেছা বেগম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু, এনামুল হক মামুন, রফিকুল ইসলাম মলাই, সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান মোল্লা, সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য্য প্রমুখ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj