স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন- একটি দেশের ভাবিষ্যত হলো সে দেশের তরুণ সমাজ। আর সেই ভবিষ্যতকে সম্পদে পরিণত করতে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। সরকারের এই মহতী উদ্যোগকে সফল করতে হলে দেশীয় সংস্কৃতি চর্চার কোনো বিকল্প নেই। এছাড়া দেশীয় সংস্কৃতির চর্চা আরো বাড়াতে শেখ হাসিনা’র সরকার অত্যন্ত আন্তরিক। সরকারের সাথে একাত্মতা জানিয়ে সকলকেই এগিয়ে আসতে হবে দেশের সংস্কৃতি রক্ষায়। তাহলেই দেশরতœ শেখ হাসিনার স্বপ্ন উন্নত বাংলাদেশ সহজেই বাস্তবে রূপ নেবে।
বসন্তবরণ উপলক্ষে গতকাল শুক্রবার বিকালে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে দুই শূন্য শূন্য ছয় পরিবার আয়োজিত ঘুড়ি উৎসবের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
দুই শূন্য শূন্য ছয়ের এই আয়োজনের প্রসংশা করে তিনি বলেন, এ রকম ভাল আয়োজনে সবসময় আমার সহযোগিতা অব্যাহত থাকবে।
ঘুরি উৎসব উদযাপন কমিটির সভাপতি ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ সফিউল আলম, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ, বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু কর্মকার, দৈনিক খোয়াই পত্রিকার সম্পাদক আলহাজ্ব শামীম আহছান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকটে লুৎফুর রহমান তালুকদার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, প্রবাসী আওয়ামী লীগ নেতা ড. মোহাম্মদ শাহ নেওয়াজ প্রমুখ।
পরে স্থানীয় কণ্ঠশিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে দুই শূন্য শূন্য ছয়। এর আগে সকাল ১০টায় অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। উৎসব উদযাপন কমিটির সমন্বয়কারী মোঃ জাকারিয়া রকিজানান, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার অন্তত ৫ শতাধিক লোক ঘুরি নিয়ে এই উৎসবে অংশগ্রহণ করেন। এর মাঝে ছিল রং বেরংয়ের বিভিন্ন ঘুরি। ছিল নান্দনিক ঘুরির সমাহার। একটির সাথে আরেকটির প্রতিযোগিতা প্রাণ ভরে উপভোগ করে দর্শকরা। তিনি আরও জানান, প্রতি বছরই তারা এই ঘুরি উৎসবের মধ্য দিয়ে বসন্ত বরণ করে থাকেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj