আমি নিম্নে স্বাক্ষরকারী মোঃ সামছুল হক, পিতা- হাজী আনছব উল্লা, সাং- নয়ানী, ডাকঘর ও থানা- চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ। আমি ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: শায়েস্তাগঞ্জ শাখায় মেসার্স সামস ব্রিকস নামে (চলতি হিসাব নং ৫৩০) একটি হিসাব পরিচালনা করি।
গত ২৪/০২/২০১৮ইং তারিখে ব্যবসায়ীক কাজে ঢাকা যাওয়ার পথে আমার সাথে থাকা ব্যাগটি হারিয়ে যায়।
উক্ত ব্যাগে রক্ষিত আমার হিসাবের বিপরীতে ব্যাংক থেকে গ্রহনকৃত সংযুক্তি তালিকা অনুযায়ী চেক বইয়ের স্বাক্ষরকৃত ১৪১টি ব্লেংক চেকের পাতা ও ব্যবহারিক কাপড়-চোপর ছিল। যাহা আমার সমূহ ক্ষতির কারণ বটে। এব্যাপারে চুনারুঘাট থানায় জিডি নং ১৩৯৪ ও তারিখ- ২৭/০২/২০১৮ইং।
বিনীত
মোঃ সামছুল হক