নিজস্ব প্রতিনিধি: বাহুবলের মিরপুর ইউনিয়নের রাউদগাঁও গ্রামে কওমী মতাদর্শীদের তফসিল সম্মেলন ঠেকাতে পাল্টা কর্মসূচি ঘোষণা দিয়ে উত্তেজনা সৃষ্টি করেছে সুন্নী মতাদর্শী একটি সংঘটন। এ নিয়ে দু’পক্ষ মুখোমুখি অবস্থান নিলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি মুকাবেলায় স্থানীয় প্রশাসন উভয় পক্ষের মাহফিল বাতিল করে দিয়েছে। এতে পণ্ড হয়েগেছে উভয়পক্ষের কর্মসূচি।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মিরপুর ইউনিয়নের রাউদগাঁও গ্রামে কওমী মতাদর্শী আল-ফাতাহ ইসলামী যুবসংঘের উদ্যোগে পূর্ব নির্ধারিত তাফসীরুল কুরআন মহাসম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা আজ শুক্রবার বিকেলে রাউদগাঁও প্রাইমারি স্কুল সংলগ্ন মাঠে। উক্ত মহাসম্মেলন সফল করতে দুই সপ্তাহ ধরে বিভিন্নভাবে প্রচারণা চালিয়েছেন আয়োজকরা। এদিকে সুন্নী মতাদর্শী রাউদগাঁও হযরত শাহজালাল (রহঃ) সুন্নী যুব সংঘের উদ্যোগে ১৪ জানুয়ারি বার্ষিক সুন্নী মহা সম্মেলন করার পরও পূনরায় একই তারিখে একই জায়গায় তাফসীর সম্মেলনের ঘোষণা দেয়।
এরপর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। বিষয়টি পুরো উপজেলায় দুই মতাদর্শী লোকের মাঝে জানাজানি হলে উত্তেজনা চরমে পৌঁছে যায়। এ ব্যাপারে রাউদগাঁও আল-ফাতাহ ইসলামী যুব সংঘের সভাপতি তোফাজ্জল খাঁন জানান, আমাদের তাফসীর এক মাস আগ থেকে নির্ধারণ করা। আর সুন্নী যুব সংঘ দেড় মাস আগে একই জায়গায় তাফসীর করে আবার কেন তাদের এই তাফসীরের আয়োজন?
বিষয়টি স্থানীয় প্রশাসন জানতে পেরে বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে দুই মতাদর্শী স্থানীয় লোকজন নিয়ে এক বৈঠকে বসেন। বৈঠকে স্থানীয় লোকদের বক্তব্য শুনে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার স্বার্থে আজ শুক্রবারের দুই পক্ষের তাফসীর মাহফিল বন্ধ রাখার অনুরোধ ও নির্দেশ দেন।
এসময় উপস্থিত ছিলেন- হবিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, মিরপুর ইউপি চেয়ারম্যান সাইফুদ্দিন লিয়াকত, উপজেলা কমিউনিটি পুলিশের আহ্বায়ক মোঃ আসকার আলী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাফিজুর রহমান অনু সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj