বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ বাংলাদেশ ন্যাশনাল ব্রিটিশ ‘ল’ স্টুডেন্ট এ্যালায়েন্সের সভাপতি ও ঢাকা কলেজ ছাত্রদলের আইন বিষয়ক সম্পাদক এম এ মোহিতকে দ্বিতীয় মামলায় ৩ দিনের রিমান্ড শেষে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে। গত ২৮ ফেব্র“য়ারি ঢাকা সিএমএম আদালতে শাহবাগ থানার ৫(১২)১৭ নং মামলায় পুলিশ কর্মকর্তা ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে উক্ত আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে গত ০৩ মার্চ রিমান্ড শেষে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার হাজিরার সময় হাইকোর্ট প্রাঙ্গণ থেকে হবিগঞ্জের সন্তান ছাত্রদল নেতা এম এ মুহিতকে আটক করা হয়।
পরবর্তীতে শাহবাগ থানায় একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। গ্রেফতারের পর প্রথমে একটি মামলায় ১ দিন ও সর্বশেষ আরেকটি মামলায় ৩ দিনের রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করা হয়েছে।