মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে পারকুল গ্রামের কাছে কুশিয়ারা নদী থেকে বালু উত্তোলনের মহোৎসব চলছে। ড্রেজার মেশিন দিয়ে প্রতিদিনই বালু উত্তোলন চলছে। বালু উত্তোলনের ফলে ওই এলাকায় নদী ভাঙ্গনের আশংকা রয়েছে। এতে করে বিবিয়ানা গ্যাস ক্ষেত্র হুমকির পড়ারও আশংকা রয়েছে। স্থানীয় কিছু প্রভাবশালী লোক সরকারের অনুমতি না নিয়ে লাখ লাখ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে বলে এলাকাবাসী জানান।
স্থানীয় সূূত্রে জানা গেছে, ঠিকাদারী প্রতিষ্টানগুলো সরকারের কোন অনুমতি কিংবা রয়েলিটি না নিয়েই প্রতিদিন লাখ লাখ ঘনফুট বালু উত্তোলন করছে। পরে এই বালু বিবিয়ানা পাওয়ার স্টেশন ও গ্যাস ফিল্ডে দেয়া হচ্ছে। অবশিষ্ট বালু বিভিন্ন স্থানে টেক করে রাখা হয়েছে। এভাবে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারনে নদীর তীরভর্তি এলাকা ভাঙ্গনের সম্মূখীন হয়ে পড়েছে। ইতিপূর্বে কুশিয়ারা নদীর ভাঙ্গনে নবীগঞ্জের দীঘলবাক হাইস্কুলসহ ওই এলাকার মসজিদ, মন্দির মাদ্রাসা ও অসংখ্য বাড়ি ঘর এবং সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পেচির বাজার নদী গর্ভে বিলীন হয়ে গেছে।
এদিকে সম্প্রতি উপজেলার দীঘলবাক ইউনিয়ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ড্রেজার মেশিন, প্রচুর পরিমান পাইপ এবং প্রায় ৫০ লাখ ঘনফুট বালু জব্দ করে ভ্রাম্যমান আদালত। জব্দ করা বালু ও মালামাল নিলামের ব্যাপারে এলাকায় নানা আলোচনা চলছে। কয়েক কোটি টাকার বালু ও মালামাল সিন্ডিকেটের মাধ্যমে নাম মাত্র মূল্যে কিনে নেয়া হয়েছে বলে এলাকাবাসী জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj