বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে এএসপি (সার্কেল) পারভেজ আলম চৌধুরীর হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল এক কিশোরী। ঘটনাটি ঘটেছে উপজেলার সাতকাপন ইউনিয়নের বাদে অলুয়া গ্রামে।
জানা যায়, শুক্রবার বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের বাদে অলুয়া গ্রামের কৃষক আব্দুর রউফ নিজের নাবালিকা মেয়েকে একই উপজেলার ইজ্জতপুর গ্রামের ফয়জুল্লাহর পুত্র শাবাজ মিয়া (২২)-এর সাথে বিয়ের আয়োজন চলছিল। এমন সংবাদ পেয়ে এএসপি পারভেজ আলম চৌধুরী থানা পুলিশ ও গ্রামের মুরুব্বীদের সাহায্য নিয়ে বর-কনে উভয় পক্ষের লোকজনের সাথে কথা বলে বাল্যবিয়েটি বন্ধ করতে সক্ষম হন।
এব্যাপারে বাহুবল-নবীগঞ্জ সার্কেলের এএসপি পারভেজ আলম চৌধুরী বলেন, বাহুবল উপজেলার বাদে অলুয়া গ্রামে বাদ জুম্মা একটি বাল্যবিয়ে হবে। এমন সংবাদে আমি তাৎক্ষণিক থানার পুলিশের সহায়তায় এবং বর-কনে উভয় পক্ষের সাথে কথা বলে বিয়ে বন্ধ করতে সক্ষম হই।