চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে মান্নান মাষ্টার স্কুল এন্ড কলেজ জাতীয় শিশু দিবস উদযাপন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার বিকাল ৩টায় উপজেলা শানখলা ইউনিয়নের রমাপুর গ্রামে স্কুল মাঠ প্রাঙ্গনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় হবিগঞ্জের বিশিষ্ট সমাজসেবক প্রকৌশলী এমএ মুনিম চৌধুরীর সভাপতিত্বে ও মান্নান মাষ্টার স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল মান্নানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের।
বিশেষ অতিথি ছিলেন-চুনারুঘাট এসোসিয়েশন ইউ,কে’র সাধারণ সম্পাদক মোঃ জালাল আহমেদ, উবাহাটা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রজব আলী, পঞ্চাশ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নাসির উদ্দিন, ছুবেহ ছাদেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমান, বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী মোস্তাক আহাম্মদ বাহার, শানখলা ইউপি আওয়ামীলীগ সভাপতি মোঃ সফিক তরফদার, সেক্রেটারী আবুল কালামে চৗধুরী এখলাছ, চুনারুঘাট উপজেরা কিন্ডারগার্টেন এসোসিয়শনের প্রধান সমন্বয়ক সাংবাদিক ইসমাইল হোসেন বাচ্চু, মিরাশী ইউপি আওয়ামীলীগ কেক্রেটারী আঃ ছামাদ,লাদিয়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক সফিক মিয়া খন্দকার, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক বাকি বিল্লাহ ও উপজেলা যুবলীগ নেতা সারাজ মিয়া প্রমুখ। সভায় চুনারুঘাট এসোসিয়েশন ইউ,কে আর্থিক অর্থায়নে মান্নান মাষ্টার স্কুল এন্ড কলেজের ৭ জন এ-প্লাস ও ৭ ট্যালেন্টপুল বৃত্তি প্রাপ্ত ১৪ জন কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান, সনদ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।