দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক : হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে জাল টাকাসহ এক ব্যাক্তিকে গ্রেফতার করে র্যাব। শনিবার (১৪ মার্চ) রাত ৯টার দিকে শ্রীমঙ্গল র্যাব-৯ এর একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে স্কোয়াড্রন লীডার এ এন এ মুসাব্বীর এর নেতৃত্বে অভিযান চালিয়ে চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ পুরানবাজার মেসার্স চৌধুরী এন্ড কোম্পানী পেট্রোল পাম্প এর সামনে ফুটপাতের উপর হতে এক লক্ষ জাল টাকা সহ এক ব্যাক্তিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যাক্তি সদর উপজেলার বিরামচর গ্রামের দিদার হোসেনের পুত্র মোঃ জায়েদ আলী (৩২)। উদ্ধারকৃত জাল টাকা ও গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।