স্টাফ রিপোর্টার ॥ ‘বঙ্গবন্ধুর জন্ম, ঐতিহাসিক ভাষণ ও স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়েছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান এমপি। মঙ্গলবার বিকালে রাজধানীর তোপখানা রোডস্থ জাতীয় প্রেসক্লাব কার্যালয়ে বঙ্গবন্ধু স্মৃতি চর্চা কেন্দ্র আয়োজিত আলোচনা সভায় তিনি বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। প্রধান আলোচক ছিলেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট আব্দুল মতিন খসরু এমপি। এতে বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিস সিদ্দিক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বঙ্গবন্ধু স্মৃতি চর্চা কেন্দ্র’র প্রতিষ্ঠাতা সভাপতি শাহ আব্দুল মোসাব্বির প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু স্মৃতি চর্চা কেন্দ্র’র সভাপতি শাহ মুরাদ হোসেন। অনুষ্ঠানে বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর বিষদ আলোচনা করেন।
এ সময় বিশেষ অতিথির বক্তব্যে এডভোকেট আব্দুল মজিদ খান এমপি বলেন, আজকের বাংলাদেশ এগিয়ে যাওয়ার পেছনে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসামান্য অবদান। তিনি জন্মেছিলেন বলেই আমরা পেয়েছিলাম একটি স্বাধীন-সার্বভৌম ভূখণ্ড। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে, পাকিস্তানের প্রেতাত্মারা চায়নি বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উচু করে এগিয়ে যাক। যে কারণে বঙ্গবন্ধুর নেতৃত্বে ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে বিজয়ী হওয়ার পর বেশিদিন আমরা তাকে পাইনি। বঙ্গবন্ধু যখনই বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে যুদ্ধ বিধ্বস্ত একটি দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার চিন্তা করেছিলেন, ঠিক তখনই পাকিস্তানের দালালরা তাকে সপরিবারে হত্যার মাধ্যমে দেশের অপূরণীয় ক্ষতি করে।
তিনি আরো বলেন, দীর্ঘদিন পর জাতির পিতার সুযোগ্য কন্যা দেশরতœ শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখে বাংলাদেশকে একটি উন্নয়নের রোল মডেল হিসাবে প্রতিষ্ঠা করেছেন। বাংলাদেশকে আজ উন্নয়নশীল দেশ হিসাবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। তবে এখনও পাকিস্তানের সেই প্রেতাত্মারা দেশের ক্ষতি করতে সক্রিয় রয়েছে। তাদের ব্যাপারে সকলকে সজাগ থাকার আহবান জানান এমপি মজিদ খান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj