স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার ৬টি ইউনিয়নের সাড়ে সাত শতাধিক মায়ের হাতে ভাতা তুলে দিয়েছেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির।
বুধবার সকাল সাড়ে ১১টায় লাখাই উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান’ কর্মসূচির আওতায় ৭৭৪ জন নারীর মাঝে ২৩ লাখ ২২ হাজার টাকা তুলে দেন।
এ সময় তিনি বলেন, বর্তমান সরকার গরীব-দুখী মানুষের সরকার। সারা বছর বিভিন্ন ধরনের ভাতা প্রদানের পাশাপাশি নানা পদক্ষেপ গ্রহণ করে হাওরাঞ্চলের অস্বচ্ছল মানুষদের মুখে হাসি ফুটাতে কাজ করছে এই সরকার। দেশরতœ শেখ হাসিনা দরিদ্রদের মুখে খাবার না দিয়ে নিজে খান না। আর খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান এতিমের টাকা আত্মসাত করেন। এতে প্রমাণিত হয় আওয়ামী লীগ সরকার ছাড়া দেশের জনগণের উন্নয়নে কেউ কাজ করে না। আর এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও তিনি নৌকায় ভোট দেয়ার আহবান জানান। এ সময় উপস্থিত উপকারভোগী মায়েরা দলমত নির্বিশেষে আগামী নির্বাচনেও আবু জাহির এমপিকে ভোট দিয়ে নির্বাচিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা খাতুন জানান, ভাতাপ্রাপ্ত ৭৭৪ জনের মাঝে ৩০৬ জন নতুন এবং ৪৬৮ জন পুরাতন উপকারভোগী। উপজেলার ৬টি ইউনিয়নের প্রতিটি থেকে ৫১ জন মা এই কর্মসূচির অন্তর্ভুক্ত। প্রতি ৬ মাস অন্তর অন্তর তাদেরকে মাসিক ৫০০ হারে মোট ৩ হাজার টাকা প্রদান করা হয়।
ভাতা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ ও ওউপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুর্শেদ কামাল চৌধুরী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু, এনামুল হক মামুন প্রমুখ, ইঞ্জিনিয়ার আব্দুল হাই কামাল, সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান মোল্লা প্রমুখ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj