আজিজুল হক নাসিরঃ বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে আনন্দ র্যালী করেছে চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান। ২৪ মার্চ সকাল নয়টায় বাগানের ব্যবস্থাপক জহুরুল ইসলামের নেতৃত্বে ওই বাগানের ধরমনাথ কদম তলা থেকে র্যালিটি বের হয়ে “শেখ হাসিনা এগিয়ে চল” শ্লোগানে আনন্দ উল্লাস করে বাগানের মূল রাস্তা গুলোকে মূখরিত করেন বাগানের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা।
র্যালী শেষে তারা পূনরায় কদম তলায় জড়ো হয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা করেন। এতে বক্তব্য রাখেন, ব্যবস্থাপক জহুরুল ইসলাম, সহকারি ব্যবস্থাপক আল মোতাহাক শাহ নবী, সহকারি ব্যবস্থাপক চম্পক পাল, এইচ,টি,সি আলহাজ্ব আবুল বশর তালুকদার, ইনচার্জ ফারুক আহমেদ, শামসুদ্দোহা, হেড ক্লার্ক মনসুর আহমেদ, ওয়ার্ড মেম্বার নটবর রুদ্রপাল, প্রাক্তণ মেম্বার মন্টু তাঁতী, পঁঞ্চায়েত কমিটির স্বপন তাঁতী, সুনীল সাধু, অনিল ঝরা, নজির তাঁতী, দীপেন তাঁতী, সুদর্শন সর্দার, ধনেশ্বর সর্দার, সুভাষ সর্দার, নিমাই ভৌমিক প্রমূখ।
সভায়, বক্তারা বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে পরিণত করায় বর্তমান সরকারেরর প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান। সভা শেষে সকাল দশটায় তারা নিজ নিজ কর্মে চলে যান।