মাধবপুর প্রতিনিধি : মাধবপুরে মহিন উদ্দিন (৩৮) নামে এক সিএনজি চালকের রহস্যজনক মৃত্যু হয়েছে।
বুধবার (৪ এপ্রিল) দুপুরে পুলিশ ওই সিএনজি চালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। মহিন উদ্দিন উপজেলার বেজুড়া গ্রামের ইস্কান্দার মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও অটোটেম্পু সিএনজি শ্রমিক সমিতির সভাপতি আলাই মিয়া জানান, সকালে মাধবপুর বাসস্ট্যান্ডে মহিনের সঙ্গে হবিগঞ্জ-মাধবপুর লোকাল বাস শ্রমিকের হাতাহাতি হয়। এর কিছুক্ষণ পর ১০টার দিকে আন্দিউড়া লোকাল বাস শ্রমিক ও সিএনজি চালকের মধ্যে আবারো মারামারি হয়। এর কিছুক্ষণ পর মহিন মারা যায়। খবর পেয়ে পুলিশ মহিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, মহিনের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তবে মহিনের মৃত্যু প্রকৃত কারণ জানা যায়নি। কেউ অভিযোগও করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।