মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের আন্ত:জেলা ডাকাত দলের সদস্য বাহার মিয়া (৩০) কে গ্রেফতার করেছে মাধবপুর থানা পুলিশ।
রোববার (৮ এপ্রিল) ভোররাতে লাখাই উপজেলার বুল্লা গ্রাম থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
বাহার মাধবপুর উপজেলার মাল্লা গ্রামের ঝাড়ু মিয়ার ছেলে।
মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম জানান, রোববার ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা বুল্লা গ্রাম থেকে বাহার মিয়াকে গ্রেফতার করা হয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, বাহারের বিরুদ্ধে ৩টি ডাকাতি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে।