হবিগঞ্জ প্রতিনিধি ॥ ১০ এপ্রিল মঙ্গলবার হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি ও হবিগঞ্জ বার সমিতির সাবেক সভাপতি এবং সাধারন সম্পাদক রোটারিয়ান আলমগীর বাবুল ভূইয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে হবিগঞ্জ শহরের রাজনগরস্থ বাসায় কাঙ্গীভোজ এবং মিলাদ মাহফিল এর আয়োজন করা হয়েছে।
তার গ্রামের বাড়ী ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়া উপজেলার তুলাই শিমুল গ্রামে কবর জিয়ারত, কোরআন খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে তার পরিবার। পাশাপাশি বাংলা নব বর্ষের দিন দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসাবে ব্যাগ বিতরণ করা হবে। তিনি ২০১৬ সালের ১০ এপ্রিল ভোর ৫ টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা বঙ্গবন্ধ শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেন।
আলমগীর বাবুল ভ’ইয়া কর্মজীবনের শুরুত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কমান্ডার। পরে তিনি হবিগঞ্জ বারে আইনজীবী হিসাবে যোগদান করেন। তিনি বারের সভাপতি ও সাধারন সম্পাদকেরও দায়িত্ব পালন করেন। রোটারী ক্লাব অব হবিগঞ্জের তিনি সাধারন সম্পাদক এবং সভাপতির দায়িত্ব পালন করেন।
এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ত ছিলেন। বিশেষ করে আওয়ামীলীগ যখন বিরোধী দলে ছিল তখন তিনি দলীয় নেতা-কর্মীদের মামলা পচিালনায় বিশেষ ভ’মিকা পালন করতেন। মৃত্যুর পূর্বেও তিনি সাবেক অর্থমন্ত্রী শাহ এ এ এম এস কিবরিয়া হত্যা মামলা পরিচালনা করেন।