নিজস্ব প্রতিনিধি : শায়েস্তাগঞ্জ পৌর শহর ষ্টেশন রোর্ডের প্রাণ কেন্দ্র রহিম ইলেক্ট্রনিক্সে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা নগদ টাকা সহ ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। গতকাল সোমবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, গতকাল উল্লেখিত সময় চোরেরা ডাকবাংলোর সিমানার ভিতর দিয়ে পাশ্ববর্তী দোকানের দেয়াল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে এবং দোকানে স্থাপন করা সি,সি ক্যামেরা খুলে ফেলে। এ সময় চোরেরা দোকানে থাকা কেশ বাক্স ভেঙ্গে নগদ ১৭ হাজার টাকা ও দোকান থেকে বিভিন্ন মডেলের ১২০ পিস মোবাইল চুরি করে নিয়ে যায়।
যার আনুমানিক বাজার মুল্য ৪লক্ষ টাকা। দোকানের মালিক মহসিন জানান, প্রতিদিনের ন্যায় ব্যবসা শেষে দোকান তালাবদ্ধ করে রাত ১২টার দিকে বাড়ি চলে যান। পরের দিন সোমবার সকালে দোকানে এসে এ অবস্থা দেখতে পেয়ে হতাশায় ভেঙ্গে পড়েন।
খবর পেয়ে সকাল ১১ টায় হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার রবিউল আলম ও শায়েস্তাগঞ্জ থানার অসি আনিসুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ চুরির ঘটনা সংঘটিত হওয়ায় স্থানীয় ব্যবসায়ী মহলে চুর আতংক বিরাজ করছে। এ ব্যাপারে দোকানের মালিক মহসিন শায়েস্তাগঞ্জ থানায় একটি চুরির অভিযোগ দায়ের করেছেন।