বাহুবল প্রতিনিধি ॥ অসহায় মানুষের পাশে দাড়ানোটা যেন নিয়মে পরিণত করে তুলেছেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন। বর্তমান সময়ের সহজ যোগাযোগ মাধ্যম ফেসবুকের বদৌলতে মানুষের অসহাত্বের খবর দ্রুতই পৌছে যাচ্ছে উনার নিকট। এতে প্রতিনিয়ত বাহুবলের প্রত্যন্ত গ্রাম-গঞ্জের অসহায় দরিদ্র মানুষের খবর নিচ্ছেন এবং তাদের জন্য সাহায্য নিয়ে ছুটছেন তিনি। এমনই ভাবে গত সোমবার শাহ মোহাম্মদ দুলাল নামের এক ফেসবুক ব্যবহারারীর পোস্ট থেকে জানতে পারেন আগুনে ঝলসে যাওয়া গৃহবধু রুবিনার কষ্টের খবর। খোঁজ নিয়ে জানতে পারেন, উপজেলার পূর্ব রসুলপুর গ্রামের দিনমজুর সবুজ মিয়ার স্ত্রী রুবিনা আক্তার গত ৫ মাস পূর্বে শীতের সকালে আগুন পোহাতে গেলে শরীরের আগুন ধরে যায়। ঐ ঘটনায় তার শরীরের প্রায় ৯০% অংশ ঝলসে যায়। পরে দিনমজুর সবুজ মিয়া বিভিন্নজনদের কাছ থেকে আর্থিক সহায়তা নিয়ে চিকিৎসা চালিয়ে নেয়ার চেষ্টা করেন। কিন্তু দরিদ্র দিনমজুর সুবজ আলীর দ্বারা ৯০% শরীর ঝলসে যাওয়া স্ত্রী রুবিনার চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারে নজরে আসলে তিনি মৃত্যুপথ যাত্রী রুবিনার চিকিৎসার সহায়তা করতে তার পরিবারকে মঙ্গলবার সকালে উনার নিজ কার্যালয়ে উপস্থিত হওয়ার পরামর্শ দেন। খবর পেয়ে রুবিনার স্বামী সবুজ মিয়া মঙ্গলবার (১৭ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন আগুনে ঝলসে যাওয়া রুবিনার খোঁজ খরব নেই এবং তার স্বামীর হাতে চিকিৎসার প্রাথমিক খরচ বহনের জন্য নগদ দশ হাজার টাকা ও বিশ হাজার টাকার আরেকটি চেক তুলে দেন। এছাড়াও তিনি অসহায় রুবিনার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে ভর্তি করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি ঝলসে যাওয়া অসহায় রুবিনাকে সুস্থ্য করে তুলতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।