স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এবং রাজিউড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল করিম দুলালের পিতা আলহাজ্ব জিতু মিয়া মাস্টার এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির। সংবাদপত্রে প্রেরিত এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
প্রসঙ্গত, গত মঙ্গলবার দিবাগত রাত ৩টায় শহরে কোর্ট স্টেশন রোডস্থ তাদের বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন (ইন্না…রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৭ বছর। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৪ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে যান।
পরে গতকাল বুধবার বিকালে নামাজে জানাজা শেষে মরহুমের গ্রামের বাড়ি রাজিউড়া ইউনিয়নের উচাইল-শংকরপাশাস্থ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাজায় বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মুসল্লীয়ান অংশ নেন। কর্মজীবনে তিনি একজন আদর্শ শিক্ষক ছিলেন।