হবিগঞ্জ প্রতিনিধি : ২০১৮ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় হবিগঞ্জ জেলায় বিগত বছরের তুলনায় কমেছে পাসের হার। তবে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংখ্যা বেড়েছে ৮৬টি।
রোববার (৬ মে) এসএসসি ফলাফল প্রকাশের পর সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের দেওয়া পরিসংখ্যানের উপর ভিত্তি করে এই তথ্য পাওয়া যায়।
পরিসংখ্যানে দেখা যায়, এবছর হবিগঞ্জ জেলায় মোট পরীক্ষার্থী ছিল ২২ হাজার ৩ শত ৪৩ জন। যার মধ্যে পাস করেছে ১৫ হাজার ৭শত ১৭ জন শিক্ষার্থী এবং জিপিএ-৫ পেয়েছে ৪৮৯ জন শিক্ষার্থী।
হবিগঞ্জ জেলায় এবছর পাসের হার ৭০ দশমিক ৩৪ শতাংশ যা গত বছরে ছিল ৭৬ দশমিক ০২ শতাংশ। সেই সাথে গতবছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংখ্যা ছিল ৪শত ৩ জন। যা এবছর বেড়ে ৪৮৯ জনে দাঁড়িয়েছে।
এবছর হবিগঞ্জ জেলায় জিপিএ-৫ পাওয়া ছাত্রীদের সংখ্যা বাড়লেও কমেছে ছেলেদের জিপিএ-৫ পাওয়ার সংখ্যা। ২০১৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ২৯৮ জন ছাত্র এবং ১৯১ জন ছাত্রী জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এবং এবছর হবিগঞ্জ জেলায় জিপিএ-৫ পাওয়া ছাত্রীদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯১ জনে।
অপরদিকে ২০১৭ সালে হবিগঞ্জ জেলায় ২১৯ জন ছাত্র জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হলেও এইবছর সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ২১৯ জনে।
এবারের এসএসসি পরীক্ষায় হবিগঞ্জ জেলায় ১০ হাজার ১২ জন ছাত্র এবং ১২ হাজার ৩শত ৩১ জন ছাত্রী অংশগ্রহণ করে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj