ডেস্ক : আগামী শুক্রবার পর্যন্ত হরতালের সময় বাড়ানো হয়েছে। আজ এক বিবৃতিতে হরতালের সময় বাড়ানোর কথা জানানো হয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব বরতক উল্লাহ বুলুর নামে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে তার পরিবারের কাছে ফেরত দেয়ার দাবিতে বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে ২০ দলীয় জোট। একইসঙ্গে পূর্বঘোষিত অবরোধ চলবে বলে জানিয়েছে জোটটি।
বিবৃতিতে বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ঘোষণাও দেয়া হয়েছে।
সূত্রঃ নয়াদিগন্ত