নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের গণেশপুর গ্রামে মাদক বিক্রেতা রুস্তম আলী নিজ বাড়িতে গড়ে তুলেছিল মাদকের আস্তানা। আইনশৃঙ্খলা বাহনীর হাত থেকে রক্ষা পেতে বাড়িতে লাগিয়েছে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা।
সেই সিসি ক্যামেরাতেও শেষ রক্ষা হয়নি তার। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) হাতে ধরা পড়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছরের কারাদণ্ডের পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গণেশপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে রুস্তম আলী দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে মাদকের আস্তানা এবং মিনি পতিতালয় গড়ে তুলেছে। মাদক বিক্রির জন্য বিভিন্ন সময় গ্রেফতার হয়ে সে কারাগারেও গিয়েছে। আর তাই আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ঘরে বসে যাতে বুঝতে পারে, সেজন্য বাড়ির চারদিকে সিসি ক্যামেরা লাগিয়েছে।
বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন শ্রীমঙ্গল র্যাব-৯ এর একটি দল নিয়ে শুক্রবার (১১ মে) রাত সাড়ে ১১টায় রুস্তম আলীর বাড়িতে অভিযান চালিয়ে সন্ধান পায় মাদকের এই আস্তানা। ওই আস্তানা থেকে ৮৩ পিস ইয়াবা, এক বোতল হুইস্কি, ইয়াবা সেবনের ফয়েল পেপার এবং জন্মনিয়ন্ত্রণ পিলসহ বিভিন্ন উপকরণসহ রুস্তম আলীকে গ্রেফতার করা হয়।
সিসি ক্যামেরায় র্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যান্য মাদকসেবীরা পালিয়ে গেলেও মাদক বিক্রেতা রুস্তম আলী ধরা পড়ে। রাত দেড়টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাইজার মোহাম্মদ ফারাবী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রুস্তম আলীকে দুই বছরের কারাদণ্ড দেন।
শনিবার (১২ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে।অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের এএসপি আনোয়ার হোসেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj