এস এইচ টিটু : টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ধেবে গেছে শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং ব্রীজের এক পাশ।
সরজমিনে গিয়ে দেখা যায় শায়েস্তাগঞ্জ-জগদিশপুর পুরাতন সড়কের সুতাং নদীর উপর ব্রীজটির এক পাশ ধেবে যায়।
খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান মো:মুখলিছ মিয়া ঝুকিপূর্ণ ব্রীজটি পরিদর্শন করেন।এবং উনার নিজ উদ্যোগে বড়ধরনের দুর্ঘটনা এড়াতে ব্রীজের দুনু পাশে দুই দিকে বাশ দিয়ে সড়ক বন্ধ করেছেন যাতে করে ব্রীজের উপর দিয়ে বড় ধরনের কোন গাড়ী পারাপার না করতে পারে।এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান মো:মুখলিছ মিয়া বলেন, অতিবৃষ্টির কারনে ব্রীজটি এক পাশ ধেবে গেছে।বড় ধরনের দুর্ঘটনা যেনো না ঘটে তাই ব্রীজের এক সাইট বন্ধ করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, প্রায় ৬০ বছর আগের এই ব্রীজটির বতর্মান অবস্থা জরাজীর্ণ। ঝুকিপূর্ণ ব্রীজ হিসেবে রয়েছে তালিকায়।জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন ছোট, বড় ও ভারি যানবাহন চলাচল করছে। গত কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারনে ব্রীজটি একপাশ ধেবে গেছে।
এই ব্রীজ দিয়ে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।ব্রীজটি জরুরি ভিত্তিতে মেরামত করার দাবি উঠেছে।ব্রীজটি দ্রুত মেরামত করা না হলে এটি মরন ফাঁদে পরিণত হবে।
জনস্বার্থে ৬০ বছর পুরানো ব্রীজটির প্রতি কর্তৃপক্ষের দ্রুত নজর দেওয়া উচিত বলে মনে করেন এলাকাবাসী।