চুনারুঘাট প্রতিনিধি ॥ পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ থেকে চুনারুঘাট পর্যন্ত সড়কের অসংখ্য খানা-খন্দকে ভরপুর ছিল। এতে করে চুনারুঘাটের লাখো মানুষের যাতায়তের একমাত্র সড়ক ভেঙ্গে বড় বড় গর্তে পরিনত হয়েছে।
ফলে মানুষরে দূর্ভোগের যেন শেষ ছিল না। রাতের অন্ধকারেই চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ এবং রামগঞ্জ পর্যন্ত সড়কের সকল গর্ত ভরাট হয়ে গেল। এর যেন এক কাল্পনিক রূপ কথার গল্পের মত। এক সময় শোনা যেতে রাতের আধারে দেউ দানবরা নাকি বড় বড় রাস্তা, দীঘি ও পুকুরে এক রাতেই নির্মাণ করে ফেলত। তা পরেরদিন সকালে মানুষ দেখে রিতিমত অবাক হত।
গতকাল শুক্রবার ইফতার শেষ করে গভীর রাত পর্যন্ত চুনারুঘাটের তরুণ সমাজকর্মী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক মানুষের নিত্যদিনের জনদুর্ভোগ কিছু লাঘব করতে ছুটে যান সড়কে। সাথে নিয়ে যান একদল তরুণ উদ্যমী যুবক। শুরু করেন সেচ্ছাশ্রমের ভিত্তিতে রাস্তার গর্ত ভরাট। নিজস্ব অর্থায়নের ইট, বালু নিয়ে শায়েস্তাগঞ্জ থেকে শুরু করে চুনারুঘাট হয়ে রামগঙ্গা পর্যন্ত রাস্তার গর্ত ভরাট করেন। এখন থেকে মানুষের চলাচলের সুবিধা হলো।
রাস্তা নির্মাণ শেষে বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও আন্তার্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, মানুষ এখন কাজে বিশ্বাসী, কথায় নয়। মানুষকে আর এখন এতো বোকা ভাবা মানে, মূর্খের সমান! তিনি আরোও বলেন মানুষকে আর কত ধোকা দিবেন? মানুষ এখন সচেতন। যারা ভোটের রাজনীতি করেন দয়া করে তা পরিহার করে মানুষের কল্যাণে কাজ করেন। মানুষের দুর্ভোগ দেখে ঘরে বসে থাকতে পারি না। তাই রাতের আধারেই রাস্তার গর্তগুলো ভরাট করি। এতে করে মানুষের জনদুর্ভোগ কিছু হলেও শেষ হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj