চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে রুবেল মিয়া (২৫) নামের এক মাদক সম্রাটকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
সোমবার (২১ মে) বেলা দুইটার দিকে উপজেলার নতুন বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক সম্রাট উপজেলার বড়াইল গ্রামের মৃত আব্দুল্লার ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার সহকারী উপ পুলিশ পরিদর্ক (এএসআই) কামাল মিয়া নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্ (ওসি) কেএম আজমিরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারী পরোয়ানা মুলে তাকে গ্রেফতার করা হয়েছে। সে এলাকার কুখ্যাত মাদক সম্রাট হিসাবে পরিচিত।