হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় সিসি রাস্তা ঢালাই কাজ পরিদর্শন করেছেন মেয়র আলহাজ্ব জি কে গউছ।
বুধবার সকালে তিনি রাজনগর ইসলামিয়া এতিমখানার পাশের আবাসিক এলাকা পরিদর্শন করেন। গত ২৮ মার্চ মেয়র ওই এলাকায় সরেজমিন পরিদর্শন করে এলাকাবাসীর সমস্যার কথা শুনেন। ওই সময় আবাসিক এলাকার রাস্তা ও ড্রেন নির্মাণ করে পৌরসভার পক্ষ হতে এলাকার উন্নয়ন করার আশ্বাস দেন। সে আশ্বাসের প্রেক্ষিতে পৌরসভার বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ৭ লাখ টাকা ব্যয়ে ওই এলাকার সিসি রাস্তা ও ড্রেন নিমার্ণের কাজ শুরু হয়।
বুধবার সকাল হতে শুরু হয় সিসি রাস্তা ঢালাইয়ের কাজ। ঢালাই কাজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, বিশিষ্ট ব্যবসায়ী সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আতাউর রহমানসহ এলাকাবাসী।