স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রাম পঞ্চায়েত এবং যুব সংঘের সহ সভাপতি দিদার আলী মাস্টারের স্মরণে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে রিচি শাহী ঈদগাহে অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি।
রিচি গ্রাম পঞ্চায়েতের সভাপতি আলহাজ্ব আছান উল্লার সভাপতিত্বে ও পঞ্চায়েতের সাধারণ সম্পাদক আব্দুর রহমানের পরিচালনায় শোকসভায় বিশেষ অতিথি ছিলেন রিচি সমাজকল্যাণ যুবসংঘের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম দুলাই। এছাড়াও বক্তৃতা করেন সমাজকল্যাণ যুবসংঘের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ জিতু মিয়া, আব্দুর রহিম, বরকত আলী, আব্দুর রাজ্জাক, আরব আলী বিকম, কাজল আহমেদ, সাদেকুর রহমান মুকুল, সাইদুর রহমান, আনোয়ার হোসেন সাজু প্রমুখ।
প্রধান অতিথি’র বক্তৃতায় এমপি আবু জাহির বলেন, মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্যে। জীবদ্দশায় যারা সমাজের উন্নয়নে কাজ করেন তারা মানুষের মাঝে বেঁচে থাকেন চিরকাল। প্রয়াত দিদার আলী মাস্টারের কর্মকান্ড ছিল বর্তমান প্রজন্মের জন্য অনুকরণীয় এবং অনুসরণীয়। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।