চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গেরারুক গ্রামস্থ একটি সরকারি রাস্তা কেটে জন চলাচলের অনুপযোগী করে দিয়েছে একটি পরিবার। এতে ছাত্রছাত্রী সহ প্রায় তিন হাজার লোক চলাচলে সৃষ্টি হয়েছে ভোগান্তির।
জানা যায়, ২৩ জুন সকাল দশটায় উপজেলার গেরারুক গ্রামের মৃতঃ মরম আলী জমাদারের পুত্র কাপ্তান মিয়া ৩২, আব্দাল মিয়া ৪৫, মেয়ে মিনারা খাতুন ৪৮, রানু খাতুন ২২ ও জামাতা কাজল মিয়া গেরারুক গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তাটির কয়েক ফুট কেটে পাশের আবাদি জমির সাথে মিশিয়ে দেয়। এবং প্রায় ৫০ ফুট অন্তর অন্তর দুটি গভীর খাল খনন করে। এতে এলাকাবাসী বাঁধা দিতে আসলে দেশিও অস্ত্র দিয়ে ধাওয়া করে কয়েকজনকে।
খবরটি ছড়িয়ে পড়লে রবিবার এলাকার নারী-পুরুষ ক্ষুব্ধ হয়ে আমুরোড ডুলনা সড়ক অবরোধ করে প্রতিবাদ করেন। অনেককেই উত্তেজিত হতে দেখা যায়। সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনা স্থলে পৌঁছান চুনারুঘাট থানার এসআই কাশী শর্মার নেতৃত্বে একদল পুলিশ।
তারা স্থানীয় মুরুব্বীয়ানদের নিয়ে এর যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে বলে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। পরে, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনু উদ্দীন ইকবাল আজ বিকালে উভয় পক্ষ, স্থানীয় চেয়ারম্যান ও ওসি সহ বসে বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানালে প্রতিবাদী জনতারা সন্তুস প্রকাশ করেন।
উল্লেখ্য, একই রাস্তার মাঝখানে গাছ লাগিয়ে রাস্তা বন্ধ করে দেওয়ায় গত বছর মিনারা ও তার স্বামীকে ১ মাস করে জেল ও ৫হাজার টাকা জরিমানা করেছিল ভ্রাম্যমান আদালত।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj