উচাইল (হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জ সদর উপজেলার ৬নং রাজিউড়া একটি ইউনিয়ন যাহা উচাইল পরগণার সুতাং নদীর কূলঘেষে উচাইল বাজার নামক স্থানে অবস্থিত ।ইহার মধ্যে ৯টি ওয়ার্ড ১৬টি মৌজায় ৪২ টি গ্রাম লোক সংখ্যায় প্রায় ২৩ হাজারের ও বেশি, প্রতিনিধির বেলায় ১জন চেয়ারম্যান ৯জন ওয়ার্ড মেম্বার ৩জন মহিলা মেম্বার এবং সরকারি ভাবে নিয়োগকৃত একজিন সেক্রেটারী ও ৯জন গ্রাম পুলিশ ১জন দফাদার এবং একটি বাস্তবায়ন মুখী ইউনিয়ন ডিজিটাল সেন্টারকে গিরে উক্ত ইউনিয়নের জনসেবার কাজ সম্পাদন করার কথা থাকলে ও ৬নং রাজিউড়া ইউনিয়নের বেলায় তাহা ব্যতিক্রম , যেমনঃ ইউনিয়ন চেয়ারম্যান জনাব আবুল কালাম বাবুল বিগত ৩ বছর যাবৎ ইউনিয়ন অফিসে কোন প্রকার কার্যক্রম পরিচালনা করেন নাই এবং নিয়মিত অফিসে উপস্থিত থাকেন না উনার ব্যক্তিগতভাবে তাহার বাড়ীর পাশে ব্যক্তিগত অফিসে ইউনিয়ন অফিসের কার্যক্রম পরিচালনা করেন, তারপরও জনগন চেয়ারম্যান সাহেবকে তাহার ব্যক্তিগত অফিসে না পেয়ে প্রচুর ভোগান্তিতে ভোগতেছে।ইউনিয়ন অফিসের মাধ্যমে গ্রাম আদালত পরিচালনার আইন বা বিধি থাকলেও সরকারী নিয়োগকৃত সেক্রেটারীর সাহেব নিয়মিত অফিসে উপস্তিত না থাকায় ইউনিয়নের জনগনের গ্রাম আদালতের বিচার কাজ সম্পাদন করতে বিঘ্ন ঘটে, মাঝে মধ্যে যদিও তিনি আসেন তাহাও আবার ইউনিয়ন অফিসে না এসে চেয়ারম্যান মহোদয়ের ব্যক্তিগত অফিসে এসে চলে যান, ইহাতে জন্ম নিবন্ধন কার্ডে সচিব সাহেবে স্বাক্ষরের কারনে মিনিমাম ৮-৯ দিন সময় লাগে জন্ম নিবন্ধন প্রস্তুত করতে, যদি কারও বেশি প্রয়োজন হয় তাহলে সচিবের বাসা হবিগঞ্জ থেকে গিয়ে স্বাক্ষর আনতে হয়।
এরপর নিবন্ধকের স্বাক্ষরের জন্য ইউনিয়নের ট্যাক্স রশিদ ও হোল্ডিং নাম্বারের রশিদ প্রদান করতে হয় অন্যতায় নগত টাকা দিয়ে ট্যাক্স ও হোল্ডিং পরিশোধ করতে হয়, তাহাও আবার কোন কালেক্টর নয় দফাদারের মাধ্যমে, এহেন অবস্থায় নিবন্ধকের স্বাক্ষর বা চেয়ারম্যান সাহেবের স্বাক্ষর জন্ম নিবন্ধনে নিতে হয় ।এখন আসেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ইউনিয়ন ভিত্তিক জনগণের দৌড়গোড়ায় সেবায় পৌছে দিতে, বাংলাদেশ ডিজিটাল গড়ার রুপকার হিসেবে ইউনিয়ন ডিজিটাল সেন্টার এর সেবার ধাপে। যেখানেঃ প্রজেক্টর ভাড়া, ছবি তোলা, ফটোষ্ট্যাট করা, ই-মেইল করা, স্কাইফিতে ভিডিও কল করা, কৃষি তথ্যজানা, মাটি পরিক্ষা করা, রক্তা পরিক্ষা করা, পেশার মাফা, সরকারি ফরম,পরিক্ষার রেজাল্ট জানা, অনলাইনে কলেজে ভর্ত্তি হওয়া আরো অনেক সেবা প্রদান করার কথা থাকলেও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তার সাথে কথা বললে তিনি জানান যে, অনলাইনে জন্ম নিবন্ধন আর ওয়ারিশান সনদ ব্যতিত অন্য কোন সেবা প্রদান করা হয়না, এ অবস্থায় জনগণ জানায় আমারা রাজিউড়া ইউনিয়ন বাসী চরম ভোগান্তির স্বীকার ।বাংলাদেশের প্রায় অনেক ইউনিয়ন অফিস নতুন করে ভবন নিমার্ণ করেছে কিন্তু আমাদের ইউনিয়ন অফিস এখন ও সেই পুরনো অবস্থায় রয়েছে।এহেন অবস্থায় জনগণের কষ্ট লাগবের জন্য ঊর্দ্ধতন কর্মকর্তা ও প্রশাসনের দৃষ্টি অকর্ষন কামনা করি।