স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে দুই মাদকসেবীকে আটক করে জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমান আদালত। মাদকসেবীরা হলো শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর গ্রামের মো. ফারুক মিয়ার ছেলে মো. সুজন মিয়া (২১) ও একই উপজেলার নিজগাঁও গ্রামের মো. শিশু মিয়ার ছেলে মো. সাদ্দাম মিয়া (২২)।
গতকাল মঙ্গলবার র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামান জানান, সোমবার রাত ১১ টায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার ও এক্সিকিউটিভ নির্বাহী ম্যাজিস্ট্রেট রুয়েল সাংমাসহ শায়েস্তাগঞ্জ থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে।
অভিযানে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের পাশে নিজগাঁও দিঘিরপাড় থেকে উল্লেখিত দুই মাদকসেবীকে আটক করা হয়। পরে অবৈধ মাদকসেবন ও নিজ হোফাজতে মাদক রাখার অপরাধে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা প্রদান করেন ভ্রাম্যমান আদালত।