স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার, বর্তমান সরকার এই নীতিতে বিশ্বাসী। এই সরকার ক্ষমতায় থাকলে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় কর্মকান্ড পরিচালনা করতে পারে।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশবাসীর মুক্তির জন্য আওয়ামী লীগের মাধ্যমে দেশকে স্বাধীন করেছিলেন। আর তারই কন্যা আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের মাধ্যমে বাংলাদেশকে একটি অসম্প্রদায়িক রাষ্ট্র হিসাবে বাংলাদেশে পরিচিতি দিয়েছেন। অন্যান্য সরকার মুখে ভাল ভাল কথা বলে আর ক্ষমতায় আসলে জনগণের সম্পত্তি লুট-পাট করে। অপরদিকে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুখে যা বলেন, অন্তরেও সেই কথা ধারণ করেন। যে কারণে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসাবে পরিচিতি লাভ করেছে।
শনিবার বিকালে হবিগঞ্জ শহরের শ্রী শ্রী নরসিংহ জিউ মন্দিরে রথযাত্রা মহোৎসব উপলক্ষে আয়োজিত ধর্মীয় উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরো বলেন, আপনারা আমাকে দুইবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসাবে ভোট দিয়ে এমপি বানিয়েছেন। এরপর থেকে আমিও শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদের সুখে-দুঃখে আপনাদের পাশে থেকেছি, ভবিষতেও থাকব ইনশাল্লাহ। তিনি বলেন, বিএনপি’র আমলে বাংলাদেশ বিশ্বে ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। আর বর্তমান সরকার দেশকে ক্রমশ উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। এ সময় তিনি হবিগঞ্জে ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে আগামীতেও নৌকায় ভোট দেয়ার আহবান জানান। এ সময় উপস্থিত ভক্তবৃন্দ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে আগামী নির্বাচনেও ভোট দেয়ার প্রতিশ্র“তি ব্যক্ত করেন।
হবিগঞ্জ শহরের শ্রী শ্রী নরসিংহ জিউমন্দিরে ইসকন মন্দিরের অধ্যক্ষ উদয় গৌদাস ব্রহ্মচারীর সভাপতিত্বে রথযাত্রা মহোৎসব উপলক্ষে আয়োজিত ধর্মীয় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ মুক্তযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পরিচালক (অর্থ) দিলীপ কুমার বণিক, পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি এডভোকেট পুন্যব্রত চৌধুরী বিভু, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক হিরাজ মিয়া, পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব মনা, হিন্দ বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি জগদীশ চন্দ্র মোদক, সাধারণ সম্পাদক এডভোকেট স্বরাজ রঞ্জন বিশ্বাস, জেলা জাতীয়পার্টির সদস্য সচিব শংকর পাল, স্বপন লাল বণিক, জেলা আওয়ামী লীগের সদস্য ও পূজা উদযাপন পরিষদ পৌর শাখার সহ সভাপতি এডভোকেট কনক জ্যোতি সেন রাজু, মক্রমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহাদ মিয়া প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসকন ইয়ুথ ফোরামের পরিচালক হরিভক্ত চৈতন্য দাশ ব্রহ্মচারী এবং সঞ্চালনায় ছিলেন প্রমথ সরকার।
পরে শ্রী শ্রী জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহামানবীর রথযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শ্রী শ্রী নরসিংহ জিউ মন্দিরে গিয়ে সমাপ্ত হয়। এতে এডভোকেট মোঃ আবু জাহির এমপিসহ বিভিন্ন স্থান থেকে আসা হাজার হাজার ভক্তবৃন্দ স্বতস্ফুর্ত অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj