নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের মাধবপুরে ৩দিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১১ আগস্ট) সকালে মাধবপুর উপজেলা চত্বরে স্থানীয় সংসদ সদস্য এড. মাহবুব আলী র্যালী শেষে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করেন।
এ উপলক্ষে সহকারি কমিশনার (ভূমি) মতিউর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য এড. মাহবুব আলী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সুকোমল রায়, কৃষি কর্মকর্তা আতিকুল হক, সহকারী কৃষি কর্মকর্তা আকলিমা, মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী, চেয়ারম্যান আরিফুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীদাম দাশগুপ্ত, প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসান আকাশ, কৃষক বদু মিয়া প্রমুখ।