বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ৩৬তম বিসিএসে উত্তীর্ণ দুই কৃতি সন্তানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার বিকাল ৩টায় বাহুবল অফিসার্স ক্লাবে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ইউনির্ভাসিটি স্টুডেন্টস এসোসিয়েশন বাহুবল (ইউসেব)।
এছাড়াও একই অনুষ্ঠানে ২০১৮ সনের এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১৮ জন শিক্ষার্থীকেও সংবর্ধনা প্রদান করা হয়। ইউসেবের সভাপতি মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তোফায়েল আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাহুবল মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম. শামছুদ্দিন, কার্যনির্বাহী সদস্য পংকজ কান্তি গোপ টিটু, বাহুবল কলেজের সহকারি অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রকিব, ওয়ান ব্যাংক সিলেট শাখার কর্মকর্তা আব্দুল আজিজ। স্বাগত বক্তব্য রাখেন ইউসেবের সাধারণ সম্পাদক মোঃ মোস্তাক তালুকদার (হৃদয়)।
বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সিএ কনক দেব মিঠু, ৩৬তম বিসিএসে কর কমিশনের সহকারি কমিশনার হিসেবে সুপারিশপ্রাপ্ত উপজেলার বশিনা গ্রামের আতাউর রহমান, পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত উপজেলার পশ্চিম ভাদেশ্বর গ্রামের শিরিন আক্তারের পিতা আকবর হোসেন, ব্যবসায়ী দেলোয়ার হোসেন, ইউসেবের সাবেক সভাপতি জুনায়েদ আহমেদ, সহ-সভাপতি শুভ্র দেব অভি, বর্তমান সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, সদস্য রায়হানুল ইসলাম রবিন, আলমগীর হোসেন, এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত জান্নাতুল নাঈম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তাগন বলেন, শুধু জিপিএ-৫ পাওয়া নয়, সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। শুধু শিক্ষিত হলেই দেশের কল্যাণ হবে না। দেশের কল্যাণের জন্য সুশিক্ষিত হওয়ার চেষ্টা থাকা চাই। এছাড়াও নিজের মেধা ও দক্ষতাকে সর্বোচ্চ বিনিয়োগের মাধ্যমে প্রশাসনের শীর্ষে পৌছে উপজেলাবাসীর মূখ উজ্জল করতে বিসিএসে উত্তীর্ণদেরকে আহ্বান জানানো হয়।
বাহুবলের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়–য়া একঝাঁক স্বপ্নবাজ তরুণদের সংগঠন ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন বাহুবল (ইউসেব)।
২০০৭ সনে প্রতিষ্ঠিত সম্পূর্ণ অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ এই সংগঠনটি বাহুবলের সর্বস্তরের শিক্ষার্থীদের কল্যাণে দীর্ঘদিন যাবৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সংগঠনটি তরুণ প্রজন্মকে উৎসাহ প্রদান, দরিদ্র, মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা, উৎসাহ, অনুপ্রেরণা ও সার্বিক পরামর্শ দানের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীকে আধুনিক বিশ্বের উপযোগী করে গড়ে তুলতে কাজ করছে।
এছাড়াও বৃক্ষরোপন, রক্তদান, বিভিন্ন স্কুল কলেজে কুইজ প্রতিযোগিতা ও রক্তের গ্র“প নির্ণয়ের মতো ব্যতিক্রমী আয়োজন করে শিক্ষা তথা গোটা সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj