এস.এম.শওকত আলী,চুনারুঘাট থেকে : চুনারুঘাট নারী ও শিশু নির্যাতন মামলার মোঃ জিতু মিয়া (৩৫) নামের এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার দক্ষিণ কাচুয়ার আব্দুল হেকিমের পুত্র।
গত শনিবার রাতে রানীরকোট গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, চুনারুঘাট থানার এস.আই আলমাছের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে নারীও শিশু নির্যাতন মামলার আসামি জিতু মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলা রয়েছে। মামলা নং ৬২৫/১৮।
পারীবারিক সূত্রে জানাযায়,মোঃ জিতু মিয়া আট/দশ বৎসর পূবে নিশ্চিন্তপুর আব্দুল মালিকের মেয়ে আনোয়ারা কে বিবাহ করে।বিবাহের পর তাদের গর্ভে তিনটি সন্তান জন্মগ্রহন করে।সন্তান জন্মের পর থেকে যৌতুকের জন্য মারামারি করত।গরীব বাবা তাদের সংসার টিকিয়ে রাখার জন্য অনেক টাকা পয়সাও মটর সাইকেল দিয়েছেন তারপর ও তার মন রক্ষা করতে পারেনি।
হঠাৎ বিধি বাম হয়ে গেল, মোঃ জিতু মিয়া এক পর্যায়ে অনোয়ারা কে রেখে দ্বিতীয় বিবাহ করে। আর আনোয়ারা কে খানা পিনা না দিয়ে অন্য স্ত্রী নিয়ে দিনযাপন করছে। তার বিরুদ্বে গ্রাম্য অনেক শালীসবিচার হলে তাদের কথায় কর্নপাত না করে তার মত করে দিত্বীয় বিবাহ করে।এবং আনোয়ারা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন মামলা করলে এক বসৎর ধরে পলাতক ছিল।
গতকাল বাড়িতে আসলে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে আজ রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj