চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌর শহরকে মাদক মুক্ত করতে সামাজিক প্রতিরোধ ও সচেতনতা বিষয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকাল ৪টায় পৌরসভার দক্ষিণ হাতুন্ডা গ্রামে এলাকাবাসীর উদ্যোগে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়। সভায় দক্ষিণ হাতুন্ডা গ্রামের বিশিষ্ট মুরুব্বী আবুল হোসেন মহালদারের সভাপতিত্বে ও পৌর শ্রমিকলীগের সভাপতি আমির হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান।
এতে বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামরুল ইসলাম, ব্যবসায়ী আলহাজ্ব নুরুল ইসলাম তুুতা, উপজেলা কৃষকলীগের সভাপতি শাহজাহান চৌধুরী, অর্থ সম্পাদক মোঃ আবজল মিয়া, দক্ষিণ হাতুন্ডা গ্রামের হাজী আব্দুল হক, হাজী আব্দুল আজিজ, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আব্দুল মন্নান রুমন পমুখ। সভায় ওসি কেএম আজমিরুজ্জামান বলেন-মাদকাসক্তি প্রতিরোধের সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে মাদকদ্রব্য ও মাদকাসক্তির বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা। এসব বন্ধ করতে হলে সরকারের পাশাপাশি ব্যক্তি পর্যায়ে উদ্যোগী হয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। এক্ষেত্রে পদক্ষেপ নিতে হবে অভিভাবকসহ সর্বস্থরের জনসাধারণ।
তিনি আরও বলেন মাদকমুক্ত সমাচ গড়তে সচেতনার কোন বিকল্প নেই। মাদকদ্রব্যের প্রতি আসক্তি ভয়াবহ রূপ নিতে পারে। মাদকাসক্তদের পুণর্বাসনের বিষয়ে মাদক নির্ভশীল ব্যক্তির চিকিৎসার সব পর্যায়ে পরিবারের অংশগ্রহণ ও সহযোগিতার প্রয়োজন রয়েছে। সম্মিলিত প্রচেষ্টায় ভালো করা যেতে পারে। তবে এক্ষেত্রে পরিবারের ভূমিকাই সবচেয়ে বেশি। তবে সচেতনতার কোনো বিকল্প নেই।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj