আজিজুল ইসলাম সজীব ॥ হবিগঞ্জ সদর উপজেলায় স্ত্রীর দায়েরকৃত মামলায় সাজাপ্রাপ্ত ৬ বছরের পলাতক আসামী স্বামী নন্দ লাল (৩০) কে সদর থানা পুলিশ গ্রেফতার করেছে। সে হবিগঞ্জ সদর উপজেলার ৪নং পেলে ইউনিয়নের আউশপাড়া গ্রামের রামচরনের পুত্র।
সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এএসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ নন্দ লালের নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, নন্দ লাল গত ২০০৮ সালে বঙ্গ-শিবপাশা গ্রামের শৈলী লাল এর সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তার উপর শুরু হয় নির্যাতন বাবার কাছ থেকে টাকা এনে দেওয়ার জন্য। প্রথম দিকে শৈলী তার বাবার কাছ থেকে প্রায় ৮০ হাজার টাকা এনে দেয়। কিন্তু তার উপর কিছু দিন পর থেকেই আবারও টাকা এনে দিতে নির্যাতন করে নন্দ লাল। এনি কয়েকবার গ্রাম্য মোড়লদের নিয়ে বিচার নালিশ হয়। কিন্তু এতে নির্যাতনের পরিমাণ আরো বেলে যায়। পরে সে আবার অন্য এক মেয়ে প্রাণ কোম্পানীর মহিলা শ্রমিকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে।
এ খবর পেয়ে শৈলী তার পিত্রালয়ে চলে যায়। পরে নারী-শিশু নির্যাতন দমন আইনে তার স্বামী নন্দ লাল এর বিরুদ্ধে মামলা দায়ের করে।
উক্ত মামলায় সে পলাতক ছিল। বিয়ের ২ বছরের মাথায় ২০১০ সালে শৈলী লাল আর সহ্য করতে না পেরে বাবার বাড়ি চলে যায় এবং স্বামীর উপর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। পরে মামলার ধারাবাহিকভাবে চলতে থাকে কিন্তু নন্দ লাল মামলার আসামি হলেও তার মনে মামলা দায়ের করলেও কোন সময় শেষ করার আগ্রহ প্রকাশ করে নি। এদিকে উক্ত মামলায় নারী ও শিশু নির্যাতন দমন বিজ্ঞ আদালতের নন্দ লাল সাক্ষ্য প্রমাণে দোষী সাব্যস্ত হওয়ায় আদালত নন্দ লালকে ১ বছর ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj