মা’দৃষ্টি সীমায়, দিব্যলোকে তুমি নাই!
কল্পলোকে, স্বপ্নলোকে তোমাকে যে পাই।
তুমি আমার অস্তিত্ব, তুমি আমার নিশ্বাস;
তুমি আমার প্রেরণা, তুমি আমার বিশ্বাস।
তুমি আমার শিরায়-শিরায় বহমান রক্ত কণিকা;
তুমি আমার শ্রেষ্ঠ কবিতার কষ্টের চয়নিকা।
তুমি আমার আতুর ঘর, তুমি আমার ছেলে বেলা;
তুমি আমার আর্দশ, তুমি আমার অস্ফুট কথা বলা;
তুমি আমার জীবন, জীবনান্তের পড়ন্তবেলা;
তুমি আমার তর্জনী ধরে অন্তহীন পথচলা।
তুমি আমার শিক্ষক, তুমি আমার পরীক্ষক;
আমি তোমাতে বিলীন, তুমি হীনা আমি নিরর্থক।
তুমি আমার নিরন্তর অন্তরের অন্তস্থল;
তুমি আমার নিবিড় নীল, সাত সমুদ্রের সবটুকু জল।
তুমি আমার দৃষ্টিহীনের দিব্যদৃষ্টি, রবির কিরণ;
তুমি আমার এ মর্তে আসার একমাত্র কারণ।
তুমি বিকলাঙ্গের অঙ্গ সম্পদ, শ্রষ্ঠার করুণা;
তুমি চিরশুষ্ক মরুর বুকে ¯স্রোতস্বিনী যমুনা।
তুমি আমার তীব্র পিপাসায় সুশীতল জল,
তুমি নির্জীব ন্যুজ কাহিলের অদম্য বল।
তুমি আমার মর্মপীড়ায়, সর্বব্যাধির চিকিৎসক;
তুমি আমার স্নায়ুরোগের, সর্বোত্তম প্রতিষেধক।
তুমি ক্ষুদায় অশন, থাকেনা ক্ষুধা দিখিলে বদন।
তুমি আমার, অবচেতনের শাণিত চেতন।
তুমি আমার তপ্ত মরুর বুকে সুশীতল ছায়া;
তুমি আমার পাষাণ হৃদয়ে নিখাদ কোমল মায়া।
তুমি আমার দুঃখ বেদনায়, অনাবিল স্নিগ্ধ চাঁদের হাসি;
তুমি আমার ভগ্ন হৃদয়ের প্রবোধ রাশি রাশি।
আমি কাঁদলে মাগো তুমিও কাঁদতে ক্ষণিকের তরে;
মা তুমি নাই বলে আমি কাঁদি জনম জনম ধরে।
অনন্ত সেই কান্না,
কে দেবে আমায় সান্তনা? ফিরে এসো ফিরে এসো;
“মাগো” তুমি একটি বারের তরে,
নয়ন ভরে দেখব তোমায় জনম জনম ধরে।
তুমি আমার “মা”
পিতা মাতার তরে নয়নাশ্রু ভরে, দোয়া চাই আমরা;
রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি ছাগীরা।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj