স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের সিনিয়র আইনজীবী ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এডভোকেট মোঃ আবুল খায়ের বলেছেন, বিএনপি-জামায়াত জোট যখন ক্ষমতায় ছিল; তখন দেশকে তারা দুর্ভিক্ষে পরিণত করেছিল। সারের জন্য আন্দোলন করে প্রাণ দিতে হয়েছে কৃষককে। চিকিৎসা অবহেলায় মৃত্যু হয়েছে সাধারণ মানুষের। লুটপাটের কারণে বিদ্যুতের বারোটা বেজেছিল।
পরবর্তীতে শেখ হাসিনার সরকার দেশকে উন্নত দেশে পরিণত করেছে। এখন মানুষের খাদ্যের অভাব নেই। কর্মের অভাব নেই। চিকিৎসা সেবা দোড়গোড়ায় পৌঁছে গেছে। সকল এলাকা আলোকিত বিদ্যুতের আলোতে। শিক্ষা ব্যবস্থার ব্যাপক অগ্রগতি এবং কৃষিতে বাম্পার ফলনের পাশাপাশি সকল ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বিএনপি’র সময় দুর্নীতির তালিকায় থাকতো বাংলাদেশ। এখন থাকে উন্নয়নশীল দেশের তালিকায়। এটি সম্ভব হয়েছেন জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্য। এখন আবার যারা দেশকে দুর্ভিক্ষে পরিণত করেছিল, তারা ক্ষমতায় যাওয়ার ধান্ধা করছে। এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে।
গতকাল দুপুরে চুনারুঘাট উপজেলার লালচান্দ চা বাগানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের কর্তৃক প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
উপজেলা চেয়ারম্যান আবু তাহেরের সভঅপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- লালচান্দ চা বাগানের ম্যানেজার মোফাজ্জল হোসেন, জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান, দেউন্দি চা বাগানের সিনিয়র ব্যবস্থাপক রিয়াজ আহমেদ, চুনারুঘাট উপজেলা প্রকৌশলী মিশুক দত্ত, আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান, আওয়ামী লীগ নেতা আবুল কালাম চৌধুরী, চা শ্রমিক নেতা সাগর গৌরী, বঙ্গবন্ধু পরিষদ নেতা সুদীপ রায় প্রমুখ।
উপজেলা চেয়ারম্যান আবু তাহেরের প্রচেষ্টায় লালচান্দ চা বাগানে ১ একর জমিতে বঙ্গবন্ধু হাইস্কুলের যাত্রা শুরু হয়। আগামী জানুয়ারি থেকেই সেখানে পাঠদান শুরু হবে। ওই এলাকায় কোনও হাইস্কুল না থাকায় এলাকাটি শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিল। এ ব্যাপারে চুনারুঘাট উপজেলা চেয়াম্যান আবু তাহের বলেন, উপজেলার বিভিন্ন চা বাগানে ইতোমধ্যে হাইস্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। অবহেলিত এলাকাগুলোকে শিক্ষার আলোয় আলোকিত করতে এই উদ্যোগ নেয়া হয়েছে।
লালচান্দ চা বাগানের শ্রমিক সুনিতা বাউড়ি বলেন, তার তিন সন্তানের কেউই হাইস্কুলে যেতে পারেনি এলাকায় কোনও স্কুল না থাকায়। এই স্কুলটি হওয়ায় এখন আর কেউ উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হবে না। সবিতা বাউড়ি বলেন, তার মেয়ে শায়েস্তাগঞ্জ কলেজে লেখাপড়া করছে। অনেক কষ্টে তিনি তাকে লেখাপড়া করিয়েছেন। এখন বিনা খরচে সন্তানদেরকে হাইস্কুলে লেখাপড়া করানো যাবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj