বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবলে সড়ক দুর্ঘটনায় আহত মাদ্রাসা ছাত্র আব্দুল ওয়াদুদ (১০) এর চিকিৎসার জন্য আর্থিক অনুদান দিয়েছেন মানবতাপ্রেমী বাহুবল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জসীম উদ্দিন।
শনিবার (৩ নভেম্বর) বেলা ১১ টায় ৫ হাজার টাকার একটি অর্থিক অনুদানের চেক আহত মাদ্রাসা ছাত্রের পিতার হাতে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন পুওর কুইক সাইবার টিমের সদস্য সচিব কাদির চৌধুরী বাবুল, বাহুবল প্রেসক্লাব সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুম, মিরপুর ইউনিয়নের মেম্বার শামীম আহমদ।
আহত মাদ্রাসা ছাত্র মিরপুর জামেয়া হোসাইনিয়া মাদ্রাসার তৃতীয় শেনীর ছাত্র। সে উপজেলার মিরপুর ইউনিয়নের কামারগাঁও গ্রামের দিনমজুর মানিক মিয়ার ছেলে।
সিলেট ওসমানী হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মাদ্রাসা ছাত্র
গত বুধবার ( ৩১ অক্টোবর) সকালে মাদ্রাসা থেকে বাড়ি যাওয়ার পথে চেরাগ আলী ফিলিং স্টেশনের কাছে পৌছলে অজ্ঞাত একটি এ্যাম্ব্ল্যুান্স তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তাৎক্ষনিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে প্রেরন করেন।
পরে তার অবস্থার অবনতি ঘটলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।
দিনমজুর পিতার পক্ষে সিলেট হাসপাতালে যাওয়ার ভাড়া না থাকলে তাৎক্ষনিক উপস্থিত গণমাধ্যম কর্মীরা টাকা সংগ্রহ করে একটি এ্যাম্বুলেন্স দিয়ে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করেন।
এ দিকে এ্যাম্বুলেন্সের ধাক্কায় তার পা ভেঙ্গে গুড়ো হয়ে যায়, মাথায় ও চোঁখে প্রচন্ড আঘাত পায়। চিকিৎসা আর টাকার অভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে শিশুটি।
শনিবার (৩ নভেম্বর) বেলা দেড়টা এ রিপোর্ট লেখা পর্যন্ত তার জ্ঞান পুরোপুরি ফিরে আসেনি বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। তিনি বলেন সে এখনও আশংকা মুক্ত নয়, জরুরী ভিত্তিতে তার পা ও চোঁখে অস্ত্রোপাচার করতে হবে।
এ অবস্থায় দিনমজুর পিতার পক্ষে চিকিৎসা খরচ চালাতে পারছেনা। তার ছেলেকে বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে সাহায্য চেয়েছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj