মোঃ আবদুল হক রেনু, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ শায়েস্তগঞ্জ নতুন ব্রীজ চুনারুঘাট সড়কে চাদঁ মটরস ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা গভীর রাতে দোকানের সাটারের তালা ভেঙ্গে দোকানে রাখা টমটম গাড়ির ৬১ টি নতুন ব্যাটারী ও ২টি বেয়ারিং এর বড় কার্টুন চুরি করে নিয়ে যায়।
গত সোমবার ৫ নভেম্বর গভীর রাতে এ চুরির ঘটনাটি সংঘটিত হয়েছে। এ ব্যাপারে আলাপকালে দোকানের একজন মালিক মোঃ জসিম মিয়া জানান, চুরি হওয়া মালামালের মূল্য (প্রতিটি ব্যাটারীর মূল্য ১০ হাজার ৮ শত টাকা এবং ২ কার্টুন বেয়ারিংসহ মোট) সাড়ে ৭ লাখ টাকা। প্রতিদিনের ন্যায় তিনি ব্যবসা শেষে দোকান তালাবদ্ধ করে বাসায় যান।
গতকাল মঙ্গলবার সকালে দোকানে এসে সাটারের তালা দেখতে না পেয়ে চমকে ওঠেন। পরে তিনি দোকানে প্রবেশ করে এ অবস্থা দেখতে পেয়ে হতাশ হয়ে পড়েন। চুরির বিষয়টি স্থানীয় ব্যবসায়ী মহলে জানাজানি হলে চাদঁ মটরসএ সকল ব্যবসায়ী ছুটে আসেন এক নজর দেখতে।
এ ঘটনার খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মোঃ রজব আলী ও প্যানেল চেয়ারম্যান মোঃ চান্দ আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী মহলে চুর আতংক বিরাজ করছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj